ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দীতে উঠছে দেয়াল

২০২৫ মে ১৫ ১৯:১৯:২৫
টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দীতে উঠছে দেয়াল

ডুয়া ডেস্ক: অবেশেষে টিএসসি থেকে আলাদা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেটে দেয়াল নির্মাণের কাজ চলছে। দ্রুত এ দেয়াল নির্মাণ শেষ হবে বলে জানিয়েছেন কাজের সঙ্গে জড়িত ঠিকাদার কোম্পানির এক কর্মকর্তা।

আজ বৃহস্পতিবার (১৫ মে) দুপুর থেকে টিএসএসি সংলগ্ন উদ্যান গেটে দেওয়াল নির্মাণের কাজ শুরু হয়।

দেখা যায়, ‘দেয়াল নির্মাণের জন্য কাজ করছেন শ্রমিকরা। সেখানে কর্মরতরা জানান অতিদ্রুত দেয়াল নির্মাণের কাজ শেষ করতে বলা হয়েছে।’

ঠিকাদার কোম্পানির এক কর্মকর্তা বলেন, “নির্দেশনা অনুযায়ী দেয়াল নির্মাণের জন্য কাজ শুরু হয়েছে। অতি দ্রুতই দেয়াল নির্মাণের কাজ শেষ হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের পর নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ঘটনার প্রেক্ষিতে টিএসসি সংলগ্ন উদ্যানের গেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সেখানে একটি দেয়াল নির্মাণ করে গেটটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে