ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

নয় মাসের সবচেয়ে বড় অর্জন জানালেন প্রেস সচিব

২০২৫ মে ১৫ ১৬:০১:২২
নয় মাসের সবচেয়ে বড় অর্জন জানালেন প্রেস সচিব

ডুয়া ডেস্ক: “গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল” শীর্ষক এক আলোচনা সভায় আজ ১৫ মে বৃহস্পতিবার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “নয় মাসের ইন্টেরিম সরকারের অন্যতম বড় সাফল্য হলো—দেশে শান্তি বজায় রাখা এবং নিশ্চিত করা যে কেউ আইন নিজের হাতে তুলে নেয়নি।”

তিনি বলেন, “বিশ্বজুড়ে দেখা যায়, গণঅভ্যুত্থানের পর মানুষ ক্ষোভে ফেটে পড়ে এবং অনেক সময় আইন নিজের হাতে তুলে নেয়। কিন্তু আমাদের দেশে সেই পরিস্থিতি তৈরি হয়নি, যা সত্যিই প্রশংসনীয়।”

এসময় শফিকুল আলম প্রশ্ন তোলেন, “গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের কেন সন্ত্রাসী বা জঙ্গি বলা হচ্ছে? এ ধরনের ভাষা প্রয়োগ করে মূলত শেখ হাসিনাকে তাদের বিরুদ্ধে সহিংসতা চালানোর একটি ‘বৈধতা’ দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “এই তরুণরা চাইলে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তারা তা করেননি। আমি তাদের সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের জন্য লাখো অংশগ্রহণকারী তরুণকে স্যালুট জানাই। নয় মাসের মধ্যে এটি ছিল একটি সত্যিকারের বড় অর্জন।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে