ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা

২০২৫ মে ১৫ ১২:৩৫:৩০
সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা

ডুয়া ডেস্ক: দেশের অর্থনৈতিক সংকট সত্ত্বেও সরকারি চাকরিজীবীদের জন্য নতুন করে মহার্ঘ ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। চলতি বছরের জানুয়ারি থেকে এ ভাতা চালুর পরিকল্পনা থাকলেও অর্থনীতিবিদদের আপত্তির কারণে তা স্থগিত করা হয়েছিল। তবে আসন্ন বাজেট প্রস্তুতির প্রেক্ষাপটে বিষয়টি আবারও গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়া হচ্ছে।

অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, মহার্ঘ ভাতা চালুর যৌক্তিকতা এবং প্রয়োজনীয় অর্থের সংস্থান নির্ধারণে গত ডিসেম্বরে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের নেতৃত্বে সাত সদস্যবিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। ওই কমিটি গ্রেডভিত্তিক ১০ থেকে ২০ শতাংশ হারে ভাতা প্রদানের সুপারিশ করেছে।

সরকার এখন সেই সুপারিশ অনুযায়ী সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা চালুর কথা ভাবছে। এই ভাতা কার্যকর হলে আগামী অর্থবছরে বাজেট থেকে অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৭ হাজার কোটি টাকা।

সূত্র মতে, ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ২০ শতাংশ ভাতা পেতে পারেন, আর প্রথম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মচারীদের জন্য প্রস্তাব রয়েছে ১০ বা ১৫ শতাংশ হারে ভাতা দেওয়ার।

১০ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাস্তবায়নে বাজেটে বাড়তি খরচ হবে প্রায় ৬ হাজার কোটি টাকা। আর ১৫ শতাংশ হারে খরচ হবে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা। তবে এ ভাতা চালু হলে আলাদাভাবে ৫ শতাংশ ইনক্রিমেন্ট আর দেওয়া হবে না।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৮২ হাজার ৯৯০ কোটি টাকা, যা মোট বাজেটের ১০ দশমিক ৪১ শতাংশ। আগের সরকারের সময়ে পদোন্নতির কারণে সংশোধিত বাজেটে এই বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮৪ হাজার কোটি টাকা।

আগামী সপ্তাহে অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে জনপ্রশাসন সংক্রান্ত কমিটির প্রধান হিসেবে তিনি এ বিষয়ে খসড়া প্রস্তাব উপস্থাপন করবেন, যা ইতোমধ্যেই অর্থ বিভাগ প্রস্তুত করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে