ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

এবার চীনের সঙ্গে বিবাদে ভারত!

২০২৫ মে ১৫ ১৬:৩৩:৪৭
এবার চীনের সঙ্গে বিবাদে ভারত!

ডুয়া ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত অরুণাচল প্রদেশকে দীর্ঘদিন ধরেই নিজেদের দাবি করে আসছে চীন। এজন্য বিভিন্ন সময়ে প্রদেশের বিভিন্ন এলাকার নতুন নতুন নামকরণ করে আসছে দেশটি। সম্প্রতি অরুণাচলের ২৭টি স্থানের নতুন করে নামকরণ করেছে চীন, যা ঘিরে ভারতের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। জবাবে বেইজিং বলছে, “অরুণাচলের জায়গাগুলোর চীনা নামকরণের বিষয়টি চীনের ‘সার্বভৌম সিদ্ধান্ত’।”

আজ বৃহস্পতিবার (১৫ মে) রেডিও পাকিস্তানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ১১ মে চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় অরুণাচল প্রদেশের ২৭টি স্থানের নতুন নাম ঘোষণা করে। এসবের মধ্যে রয়েছে ১৫টি পাহাড়, চারটি সড়ক, দুটি নদী, একটি হ্রদ এবং পাঁচটি আবাসিক এলাকা।

চীন মূলত অরুণাচল প্রদেশকে ‘জাংনান’ নামে অভিহিত করে এবং অঞ্চলটিকে দক্ষিণ তিব্বতের অন্তর্ভুক্ত বলে দাবি করে। ২০১৭ সাল থেকে চীন অরুণাচলের বিভিন্ন স্থানে নিজেদের মতো করে নামকরণ শুরু করে। ওই বছর ছয়টি স্থানের নাম পরিবর্তন করা হয়, এরপর ২০২১ ও ২০২৩ সালে আরও ১৫টি করে জায়গার নাম বদলায় চীন। সর্বশেষ ২০২৪ সালের মার্চ মাসে তারা আরও ৩০টি স্থানে নতুন নামকরণ করে।

চীন বলেছে, “অরুণাচল প্রদেশের (যা তারা ‘জাংনান’ বলে) বিভিন্ন জায়গার নামকরণ তারা নিজস্বভাবে চীনা নামে করেছে এবং এটি তাদের ‘স্বার্বভৌম সিদ্ধান্ত’।”

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘ইতিহাস, ভূগোল এবং প্রশাসনিক দিক থেকে জাংনান চীনের অংশ। তাই ওই অঞ্চলের জায়গাগুলোকে চীনা নামে ডাকা তাদের অভ্যন্তরীণ বিষয়।’

তবে ভারত অরুণাচল প্রদেশকে তার অন্তর্গত ভূখণ্ড হিসেবে দাবি করে এবং অঞ্চলটিকে সেই নামেই পরিচিত করে। বিপরীতে, চীন এই এলাকাকে দক্ষিণ তিব্বতের অংশ হিসেবে বিবেচনা করে এবং ‘জাংনান’ নামে অভিহিত করে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ‘ভারতের সাম্প্রতিক আগ্রাসী নীতির বিরুদ্ধে পাকিস্তানের কঠোর প্রতিক্রিয়ার পর চীনের এই অবস্থান ভারতীয় কূটনীতির জন্য বড় ধাক্কা।’

তারা বলছেন, ‘ভারতের বর্তমান সরকার প্রতিবেশী প্রায় প্রতিটি দেশের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছে, যা আঞ্চলিক শান্তির জন্য হুমকি হয়ে উঠেছে।’

অন্যদিকে, চীনের এই অবস্থান নতুন কিছু নয়—এর আগেও বেইজিং অরুণাচল প্রদেশের একাধিক স্থানের নাম চীনা ভাষায় পরিবর্তন করে সেগুলোকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করেছে। প্রতিবারই ভারতের পক্ষ থেকে এসব দাবির কঠোর প্রতিবাদ জানানো হয়েছে।

যদিও প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পূর্বেও বলেছে, “অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। কৃত্রিম নামে কিছু পরিবর্তন করে বাস্তবতা বদলানো যায় না।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে