ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

উপদেষ্টা মাহফুজ আলমের দিকে

বোতল নিক্ষেপ উদ্দেশ্যপ্রণোদিত ছিল না; দাবি জবি শিক্ষার্থী হুসাইনের

২০২৫ মে ১৫ ১৬:০৬:৫২
বোতল নিক্ষেপ উদ্দেশ্যপ্রণোদিত ছিল না; দাবি জবি শিক্ষার্থী হুসাইনের

ডুয়া ডেস্ক: উপদেষ্টা মাহফুজ আলমের দিকে পানির বোতল ছুড়ে মারার ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত ছিল না বলে জানিয়েছেন ঘটনার সঙ্গে জড়িত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুসাইন। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে হুসাইন জানান, তিনি বোতলটি আকাশের দিকে ছুড়ে মারেন এবং কারও প্রতি অপমান বা ক্ষতির উদ্দেশ্যে এটি করেননি। “আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে সেখানে গিয়েছিলাম। পুরো ঘটনাটি ছিল অনাকাঙ্ক্ষিত”, বলেন তিনি।

তাকে রাজনৈতিক ট্যাগ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমার ব্যাপারে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমি কোনো সংগঠনের সাথে যুক্ত না। আমি সেখানে অর্থনীতি ১৯ ব্যাচের কিছু শিক্ষার্থীদের সাথে যাই। আন্দোলনে অংশ নেওয়ার ছবি থাকায় পুলিশ আমাকে মারে। এখন আমাকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যা প্রোপাগান্ডা।”

নিজের জীবনের বাস্তবতা তুলে ধরে হুসাইন বলেন, “আমি পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম চাকরি এবং টিউশনি করি। কোনো রাজনৈতিক সংগঠনে সময় দেওয়ার সুযোগই নেই।”

ঘটনার পর তাকে বিভিন্ন নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন হুসাইন। “ক্যাম্পাসে গেলে মব দিয়ে হেনস্তা করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে,” জানান তিনি।

প্রসঙ্গত, বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে উপদেষ্টা মাহফুজ আলমের দিকে একটি প্লাস্টিকের বোতল ছুড়ে মারেন হুসাইন। ঘটনাটি নিয়ে এনসিপি ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা সামাজিক মাধ্যমে নিন্দা জানান।

এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এন মো. নজরুল ইসলাম জানিয়েছেন, হুসাইনকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে