ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

বর্তমানে চলছে ধ্বংসাত্মক অর্থনীতির সভ্যতা: প্রধান উপদেষ্টা

২০২৫ মে ১৪ ২৩:০১:৪৬
বর্তমানে চলছে ধ্বংসাত্মক অর্থনীতির সভ্যতা: প্রধান উপদেষ্টা

ডুয়া ডেস্ক: শিক্ষার্থীদেরকে নতুন এক বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার (১৪ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণকালে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আমরা আমাদের কাঙ্ক্ষিত নতুন কিছু গড়ার সক্ষমতা রাখি। আমরা চাইলে আমাদের মতো করে এক নতুন বিশ্ব গড়ে তুলতে পারি। প্রত্যেকেরই স্বপ্ন থাকা দরকার- কেমন পরিবেশ ও সমাজ তারা প্রতিষ্ঠা করতে চায় সেই সম্পর্কে।”

তিনি বলেন, “বর্তমানে যে সভ্যতা চলছে তা একটি ধ্বংসাত্মক অর্থনীতির সভ্যতা।”

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা যে অর্থনীতি তৈরি করেছি তা মানুষের জন্য নয় বরং ব্যবসার জন্য। ব্যবসাকেন্দ্রিক এই সভ্যতা আত্মঘাতী এবং তা টিকবে না।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন পর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে আনন্দিত।”

১৯৭২ সালে ড. মুহাম্মদ ইউনূস চবিতে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন।

এ সময় প্রধান উপদেষ্টা গ্রামীণ ব্যাংক গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষ এবং কীভাবে গ্রামীণ ব্যাংক চট্টগ্রামে দুর্ভিক্ষপীড়িত মানুষদের সহায়তা করতে গঠিত হয়েছিল গ্রামীণ ব্যাংক।

গ্রামীণ ব্যাংকের জন্ম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে হয়েছিল বলেও জানান তিনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে