ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

যেসব জেলায় বজ্রপাত নিয়ে সতর্কতা জারি

২০২৫ মে ১২ ১১:৫০:৩৯
যেসব জেলায় বজ্রপাত নিয়ে সতর্কতা জারি

ডুয়া ডেস্ক: দেশের অধিকাংশ অঞ্চল এখন প্রচণ্ড তাপদাহের কবলে। গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। এরই মাঝে রোববার দেশের কিছু জেলায় হালকা বৃষ্টিপাত হওয়ায় তাপ কিছুটা কম অনুভূত হয়েছে। তবে বজ্রপাতের ঝুঁকি থাকায় আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করেছে।

সতর্কবার্তায় জানানো হয়েছে, সোমবার সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ১ থেকে ৪ ঘণ্টার মধ্যে দেশের কিছু এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এসব হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার বেশি হতে পারে।

যেসব জেলায় বজ্রপাতের সতর্কতা দেওয়া হয়েছে:রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, রাঙামাটি, বান্দরবান।

বজ্রপাতের সময় যেসব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে:

বজ্রপাত শুরু হলে ঘরের ভেতর অবস্থান করুন।

দরজা ও জানালা বন্ধ রাখুন।

বাইরে যাত্রা এড়িয়ে চলুন, সম্ভব হলে তা স্থগিত করুন।

নিরাপদ আশ্রয়ে চলে যান।

গাছের নিচে অবস্থান করা থেকে বিরত থাকুন।

কংক্রিটের মেঝেতে শোবেন না, দেয়ালে হেলান দেবেন না।

বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসের প্লাগ খুলে রাখুন।

পুকুর বা জলাশয় থেকে দ্রুত উঠে আসুন।

বিদ্যুৎ পরিবাহী বস্তু থেকে দূরে থাকুন।

শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে