ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বড়ছে গণজমায়েত

নিষিদ্ধের প্রজ্ঞাপন না আসা পর্যন্ত শাহবাগ থেকে না সরার ঘোষণা

২০২৫ মে ১০ ১৮:১৫:৪৩
নিষিদ্ধের প্রজ্ঞাপন না আসা পর্যন্ত শাহবাগ থেকে না সরার ঘোষণা

ডুয়া নিউজ: আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে গণজমায়েত চলছে। শনিবার (১০ মে) বিকেল ৩টায় গণজমায়েত শুরু হওয়ার কথা থাকলেও এক ঘণ্টা পরে ৪টার দিকে এটি শুরু হয়। বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকতে মানুষের উপস্থিতি।

বিকেল সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, শিবিরের কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহ, জুলাই ঐক্যের কেন্দ্রীয় নেতা এবি জোবায়েরসহ বেশ কয়েকজন।

এদিকে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে গণমিছিল নিয়ে শাহবাগে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গণমিছিলে নেতৃত্ব দিয়েছেন দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা হাফেজ ইউনুছ আহমদ।

অন্যদিকে, ছাত্র-জনতার অবস্থানের কারণে শাহবাগ মোড়ের প্রতিটি সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে। গতকালের (শুক্রবার) মতো আজও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।

গণজমায়েতে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের অবস্থান কর্মসূচি চলতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না আসে। আমাদের যতই কষ্ট হোক আমরা মাঠ ছাড়ব না। এত হত্যা, গণহত্যা, খুন, গুম, সন্ত্রাসী কার্যক্রমের পরও তারা রাজনীতি করবে এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে