ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ভারতের ১৫ শহরে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির

২০২৫ মে ০৮ ২০:৪৩:০৭
ভারতের ১৫ শহরে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির

ডুয়াস ডেস্ক : ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিলের হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা এখন যুদ্ধের দিকে এগোচ্ছে। দুই সপ্তাহের টানাপোড়েনের পর ভারত পাকিস্তানের ভেতরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, আর এর পাল্টা হিসেবে পাকিস্তান ভারতের অন্তত ১৫টি শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) ডয়চে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

দিল্লি সরকারের সূত্রে বলা হয়েছে, বুধবার রাতে পাকিস্তান ভারতের অবন্তীপুরা, জম্মু, শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাতিন্দা, চণ্ডীগড়, নাল ফালোদি, উত্তরলাই ও ভুজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারতের দাবি, তারা বেশিরভাগ হামলা প্রতিহত করেছে এবং হামলার প্রমাণ হিসেবে ভাঙা ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।

পাকিস্তানের হামলার জবাবে বৃহস্পতিবার সকালে ভারত লাহোরসহ বিভিন্ন শহরের সামরিক স্থাপনায় আঘাত হানে। লাহোরের রাডার ও এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করা হয়েছে বলে ভারতীয় বাহিনী দাবি করেছে।

অন্যদিকে পাকিস্তান জানিয়েছে, বুধবার রাতে ভারত থেকে পাঠানো ইসরায়েলি প্রযুক্তির ২৫টি হারোপ ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে তাদের সেনাবাহিনী।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে