ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

গাজায় প্রতি ৪০ মিনিটে মারা যাচ্ছে এক শিশু

২০২৫ মে ০৬ ১৩:২৪:০৩
গাজায় প্রতি ৪০ মিনিটে মারা যাচ্ছে এক শিশু

ডুয়া ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ১৬ হাজারের বেশি শিশু প্রাণ হারিয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, প্রতি ৪০ মিনিটে এক শিশু মারা যাচ্ছে।

সোমবার (৫ মে) গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ এই ভয়াবহ তথ্য প্রকাশ করেছে। গাজার খানি ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে ফিল্ড হাসপাতালের পরিচালক মারওয়ান আল-হামস জানান, নিহত শিশুদের মধ্যে ৯০৮ জন শিশু এবং ৩১১ জন নবজাতক রয়েছে।

তিনি আরও বলেন, চলতি বছরের মার্চে ইসরাইল সীমান্ত বন্ধ করে দেয়ার পর মানবিক পরিস্থিতি আরও অবনতির দিকে চলে গেছে, যার ফলে শিশু এবং গর্ভবতী মহিলারা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই অবস্থা সংকটকে আরও তীব্র করেছে।

গাজার বিভিন্ন অঞ্চলে ইসরাইলি হামলা এবং ত্রাণ প্রবাহে বাধা দেয়ার কারণে হাজার হাজার শিশু এখন দিনে একবারও সঠিক খাবার পেতে পারছে না। তাদের পানি এবং পুষ্টির অভাবও প্রকট। এছাড়া বহু শিশু এখন অনুপযুক্ত শেল্টার ও বাস্তুচ্যুত শিবিরে বাস করছে, যেখানে মৌলিক চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়েছে।

এদিকে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, সোমবার ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার লক্ষ্য ছিল গাজার বাড়িঘর, যানবাহন এবং সমাবেশ।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরাইলে হামলা চালিয়ে ১২০০ মানুষ হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। এর প্রতিশোধ হিসেবে ইসরাইল গাজায় আক্রমণ শুরু করে, যার ফলে ৫২ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারায় এবং এক লাখ ১৮ হাজারেরও বেশি মানুষ আহত হয়। যুদ্ধবিরতি চুক্তি ১৯ জানুয়ারি থেকে শুরু হলেও মার্চে ফের গাজায় ইসরাইলের আক্রমণ শুরু হয়, যার ফলে আরও ২৫০০ ফিলিস্তিনি মারা যান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে