ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ভারতের যু-দ্ধবিমান ভূ-পা-তিত, ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল

২০২৫ মে ০৬ ০৯:৫০:৪১
ভারতের যু-দ্ধবিমান ভূ-পা-তিত, ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল

ডুয়া ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবি ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিভ্রান্তি। তাতে দাবি করা হয়েছে—বাংলাদেশ বিমান বাহিনী নাকি ভারতের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। বিশেষ করে টিকটকে ছড়িয়ে পড়া একটি ভিডিও ইতিমধ্যেই ২৩ লাখের বেশি বার দেখা হয়েছে এবং এতে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় ৯৩ হাজার ব্যবহারকারী।

তবে বিস্তারিত যাচাই-বাছাই করে দেখা গেছে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ভাইরাল হওয়া ছবিটি আসলে কোনো বাস্তব ঘটনার নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে।

ছবিটির উৎস অনুসন্ধানে জানা যায়, এটি প্রথম প্রকাশ পায় ২০২৩ সালের ১৮ অক্টোবর ইউটিউব চ্যানেল ‘USMC’-এর একটি ওয়ার গেম সিমুলেশন ভিডিওর থাম্বনেইলে। একই ধরনের কনটেন্ট ‘Milsim Ak47’ ও ‘OMRL Troops’ নামের আরও দুটি গেমিং চ্যানেলেও দেখা গেছে। এই চ্যানেলগুলো মূলত ‘Arma 3’ নামে একটি যুদ্ধ-সিমুলেশন গেমের ভিডিও তৈরি করে থাকে। অর্থাৎ এসব ভিডিওর কোনো বাস্তব সামরিক ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই।

বিশ্লেষণমূলক প্ল্যাটফর্ম ‘Sightengine’-এর মতে, ভাইরাল ছবিটি ৯৯% সম্ভাবনায় AI-জেনারেটেড। ছবিটির কোনো অংশই কোনো স্বীকৃত সংবাদমাধ্যমে প্রকাশিত হয়নি, যা এটিকে আরও অবিশ্বাসযোগ্য করে তোলে।

বাস্তবিকই যদি বাংলাদেশ সত্যিই ভারতের একটি যুদ্ধবিমান ভূপাতিত করত তবে তা আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হতো। কিন্তু এমন কোনো খবর বা প্রমাণ কোথাও পাওয়া যায়নি।

এই ঘটনা আবারও প্রমাণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ছবি বা ভিডিও অন্ধভাবে বিশ্বাস বা শেয়ার না করে অবশ্যই যাচাই করে নেওয়া জরুরি। এআই প্রযুক্তির এই যুগে ভুয়া তথ্য ছড়ানোর আশঙ্কা আরও বেড়েছে, তাই সচেতনতা জরুরি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে