ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ট্রাম্পের নতুন সিদ্ধান্তে বিপর্যয়ের মুখে বলিউড

২০২৫ মে ০৫ ১৭:৩৯:৪২
ট্রাম্পের নতুন সিদ্ধান্তে বিপর্যয়ের মুখে বলিউড

ডুয়া ডেস্ক : বিদেশি চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্তে সরাসরি ক্ষতির মুখে পড়তে পারে ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি—এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ও বলিউড সংশ্লিষ্টরা।

এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, "ডোনাল্ড ট্রাম্পের ১০০ শতাংশ বিনোদন শুল্কে ভারতীয় সিনেমা জগৎ শঙ্কিত। বিনোদন শুল্ক আদতে ধ্বংসাত্মক। যদি এটি চলতে থাকে, তবে ভারতীয় ছবির জগৎ ধ্বংস হয়ে যেতে পারে। কেউ বাঁচাতে পারবে না।"

তিনি আরও বলেন, এখনই একজোট হওয়ার সময়। "ভারতীয় সিনে জগতের জেগে ওঠার সময় এসেছে। পাপ্পারাজ্জি এবং আত্মসন্তুষ্টি ছেড়ে এবার এই হুমকির বিরুদ্ধে লড়াই করুন,"—বলেছেন এই নির্মাতা।

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর একের পর এক কঠোর শুল্ক নীতি ঘোষণা করছেন ট্রাম্প। সম্প্রতি জানানো হয়েছে, আমেরিকার বাইরে নির্মিত যেকোনো সিনেমা যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে হলে দিতে হবে ১০০ শতাংশ কর। যদিও এই নীতি কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

ভারতের অনেক সিনেমাই আন্তর্জাতিক বাজারে মুক্তি পায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রে। সেখান থেকে আসে বড় অঙ্কের আয়। কিন্তু শুল্কের এ নতুন বোঝা বলিউডের সেই আয়ের ধারা ভেঙে দিতে পারে—এমনটাই আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে