ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
রাজনীতি নিয়ে ভারতীয় গণমাধ্যমকে যা বললেন আরিফিন শুভ

ডুয়া ডেস্ক: ছোটপর্দা দিয়ে অভিনয় জগতে প্রবেশ করার পর এখন পুরোদস্তুর বড়পর্দার অভিনেতা আরিফিন শুভ। কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন ছবি ‘নীলচক্র’। ইত্যোমধ্যে সিনেমার এক ঝলক দেখে নায়কের প্রত্যাবর্তনের প্রত্যাশায় রয়েছেন তার ভক্তরা।
বর্তমান দেশ ছেড়ে আরিফিন শুভ অবস্থান করছেন ভারতের কলকাতায়। মূলত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সময়টা খারাপ হতে শুরু করে এই অভিনেতার। তার অভিনীত সর্বশেষ শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ কাজ করে তৎকালীন সরকারের সহযোগী কিংবা দোসর হিসেবেও আখ্যা পান নায়ক। এছাড়াও আওয়ামী সরকারের আমলে সুবিধা নেওয়ায় জড়িয়ে পড়েন রাজনৈতিক বিতর্কেও।
তবে সেসব এখন অতীত। নায়ক আরিফিন শুভ এখন ব্যস্ত তার নিজের কাজ নিয়ে। সৌমিক সেনের পরিচালনায় হিন্দি ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-এর কাজের জন্যই তার ওপার বাংলায় যাওয়া আসা। সেখানে ভারতীয় সংবাদমাধ্যমের মুখে পড়েন নায়ক, মুখ খোলেন তার রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ার প্রসঙ্গে।
আরিফিন শুভ বলেন, “পৃথিবীতে যত জায়গায় এ পর্যন্ত কোনো অভ্যুত্থান হয়েছে, তার সঙ্গে কিছু কোল্যাটারাল ড্যামেজ হয়েছে। আপনি পার্কের মধ্য দিয়ে শান্তিতে যাচ্ছিলেন, কিন্তু আচমকা একটা ঘটনার শিকার হয়ে গেছেন। এতে কিছু করার থাকে না। আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ। অভিনয় ছাড়া কিচ্ছু করি না। কোনো ব্যবসা নেই, ব্যাকআপ নেই। যদি সত্যি সত্যি সমস্যায় পড়তাম, তা হলে কলকাতার এই ক্যাফেতে বসে সাক্ষাৎকার দিতেই পারতাম না।”
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সেই সাক্ষাৎকারে বিবাহবিচ্ছেদে নিয়েও কথা বলেন আরিফিন শুভ। তিনি বলেন, “বাইরের আলোচনা আমার ওপর প্রভাব ফেলে না। সম্পর্ক ভাঙার ঘটনা পৃথিবীতে প্রথম ঘটছে না। এর চেয়ে অনেক খারাপ কিছু প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটছে। অভিনয় জগতে থাকার জন্য আমাদের নিয়ে মুখরোচক খবর হয়, কী আর করা যাবে!”
প্রসঙ্গত, ২০০৭ সালে তিনি টেলিভিশন ধারাবাহিক হ্যাঁ/না- তে উপস্থিত হয়ে আত্মপ্রকাশ করেন। ২০১০ সালে তার অভিষিক্ত চলচ্চিত্র জাগো মুক্তি পায়।
তিনি ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ দিয়ে মূলধারার সিনেমায় আত্মপ্রকাশ করেন। তিনি চলচ্চিত্রে তার নেতিবাচক ভূমিকার জন্য মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন। এরপর তিনি একাধারে ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘অগ্নি’ ‘ছুয়ে দিলে মন’ ‘মুসাফির’, ‘ঢাকা অ্যাটাক, ‘মিশন এক্সট্রিম’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন। সর্বশেষ ২০২৩ সালে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর চরিত্রে অভিনয় করছেন। এই ছবিটির জন্য তিনি মাত্র ১ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ঢাবির ২০১৮-১৯ সেশনের অছাত্ররা হতে পারবেন না ভোটার-প্রার্থী
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা