ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

মহসিন কলেজের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিল শিক্ষার্থীরা

২০২৫ মে ০৫ ১০:৩৩:২৫
মহসিন কলেজের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিল শিক্ষার্থীরা

ডুয়া ডেস্ক: চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের ছাত্রলীগ শাখার নেত্রী ইসরাত জাহান কাকনকে পুলিশে সোপর্দ করেছেন একদল শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, তিনি বারবার ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন।

আজ সোমবার (৫ মে) ওই নেত্রীকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

এর আগে, রোববার দুপুরে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শিক্ষার্থীরা ইসরাত জাহান কাকনকে হাজী মুহাম্মদ মহসিন কলেজ প্রাঙ্গণে আটকে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, 'ইসরাত জাহান ক্যাম্পাসে বারবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠনটির পক্ষে উসকানি দিচ্ছিলেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।'

এ বিষয়ে ওসি জাহিদুল কবির বলেন, "আটক ছাত্রলীগ নেত্রীকে গত ৫ আগস্টের মামলায় সোমবার আদালতে হাজির করা হবে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে