ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

৫ মে’র মধ্যে ভিসা আবেদন না করলে হজে যাওয়া অনিশ্চিত

২০২৫ মে ০৪ ১৭:১০:১১
৫ মে’র মধ্যে ভিসা আবেদন না করলে হজে যাওয়া অনিশ্চিত

ডুয়া ডেস্ক : চলতি বছর হজে যেতে আগ্রহী যাত্রীদের আগামী সোমবার (৫ মে) দুপুর ১২টার মধ্যে ভিসার আবেদন জমা দিতে হবে—এমন কঠোর সময়সীমা বেঁধে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে হজে অংশ নেওয়া সম্ভব হবে না বলে জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি হজযাত্রীর ভিসা প্রক্রিয়া শেষ হয়নি। শনিবার (৩ মে) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে পাঠানো ক্ষুদে বার্তার ভিত্তিতে এই সতর্কবার্তা জারি করা হয়।

এতে বলা হয়, যেসব হজযাত্রীর পাসপোর্ট, বায়োমেট্রিক, হোটেল বা আবাসন এবং ফ্লাইট সংক্রান্ত তথ্য সিস্টেমে জমা পড়েনি, তাদের ৫ মে দুপুর ১২টার মধ্যে নুসুক মাসার প্ল্যাটফর্মে আবেদন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময় পার হলে প্ল্যাটফর্মটি বন্ধ করে দেওয়া হবে এবং আর কোনোভাবেই ভিসা আবেদন সম্ভব হবে না।

এজন্য সংশ্লিষ্ট লিড ও সমন্বয়কারী হজ এজেন্সিগুলোকে দ্রুত প্রয়োজনীয় তথ্যসহ ভিসা আবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, যদি কোনো এজেন্সির অবহেলার কারণে হজযাত্রী ভিসা না পান, তাহলে সেই এজেন্সিকে দায় নিতে হবে এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২১’ ও ‘বিধিমালা-২০২২’ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন অনুষ্ঠিত হবে হজ। ইতোমধ্যে ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট, যা চলবে ৩১ মে পর্যন্ত।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে