ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ঈদুল আজহায় টানা ৬ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

২০২৫ মে ০৪ ১২:০৯:৪৫
ঈদুল আজহায় টানা ৬ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ডুয়া ডেস্ক: ২০২৫ সালে ঈদুল আজহা বাংলাদেশে পড়তে পারে ৭ জুন, (শনিবার)—যদি ২৭ মে হিজরি জিলহজ মাসের চাঁদ দেখা যায়। এ অনুযায়ী সরকারি চাকরিজীবীরা টানা ছয় দিনের ঈদের ছুটি উপভোগ করতে পারেন। এই ছুটিতে থাকবে সরকারি ছুটি, নির্বাহী আদেশভিত্তিক ছুটি এবং অনুমতি সাপেক্ষে ঐচ্ছিক ছুটি।

সরকারি সূত্র ও পূর্ববর্তী ছুটির রীতি অনুযায়ী সম্ভাব্য ছুটির তারিখগুলো নিম্নরূপ:

৫ জুন (বৃহস্পতিবার): নির্বাহী আদেশে ছুটি

৬ জুন (শুক্রবার): সাপ্তাহিক ছুটি

৭ জুন (শনিবার): ঈদুল আজহার দিন

৮ জুন (রবিবার): ঈদের পরদিন

৯ জুন (সোমবার): অতিরিক্ত ছুটি

১০ জুন (মঙ্গলবার): ঐচ্ছিক ছুটি (অনুমতির ভিত্তিতে)

এই দীর্ঘ ছুটি বিশেষ করে যারা গ্রামে যান তাদের জন্য ঈদের প্রস্তুতি, যাতায়াত ও পারিবারিক সময় উপভোগের সুযোগ করে দেবে। ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা হজরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের আদর্শে পালিত হয়। এই দিনে মুসলমানরা কোরবানি দিয়ে থাকেন।

ঈদকে ঘিরে প্রস্তুতিও শুরু হয়েছে—কোরবানির পশুর হাট বসছে, ট্রেন ও বাসের বাড়তি টিকিট বিক্রি শুরু হচ্ছে, বাজারে কেনাকাটা ও শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমও জোরদার হচ্ছে।

চাঁদ দেখা সাপেক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি ঈদের তারিখ চূড়ান্ত ঘোষণা দেবে। তবে সবকিছু মিলিয়ে ঈদুল আজহার ছুটিতে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়বে পরিবার, সমাজ ও পুরো দেশজুড়ে—এমনটাই আশা করা হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: ঈদের ছুটি

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে