ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

রাজধানী থেকে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা গ্রেফতার

২০২৫ মে ০৪ ০৯:১৬:৩৯
রাজধানী থেকে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা গ্রেফতার

ডুয়া ডেস্ক: রাজধানীর গুলশানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাসায় অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে মানিকগঞ্জ সদর থানার পুলিশ এ অভিযান চালালেও গ্রেফতারকৃতদের শনিবার রাত ৮টার দিকে থানায় হাজির করা হয়।

গ্রেফতার হওয়া পাঁচজন হলেন—সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগ নেতা মো. উজ্জল হোসেন (৩৫), জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ রানা (৩৫), জেলা যুবলীগ কর্মী মীর সাইফুল্লাহ শাফি (৩৮), ছাত্রলীগ নেতা আবিদ হাসান (২৪) এবং মো. হৃদয় হোসেন (২৪)।

তারা সকলেই সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ফুফাতো ভাই এবং মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেনের অনুসারী বলে জানা গেছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ রাত ১২টার দিকে সাংবাদিকদের জানান, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে