ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
আন্দোলন-উদ্যোগের মাঝেই আস্থার সংকটে শেয়ারবাজার, পতন থামছেই না
ডুয়ানিউজ: শেয়ারবাজারে ক্রমাগত দরপতনে বিনিয়োগকারীদের ক্ষোভ বাড়ছে। রাশেদ মাকসুদ কমিশনের পদত্যাগ দাবিতে রাজপথে সক্রিয় তারা। অন্যদিকে বাজার স্থিতিশীল রাখতে সম্ভাব্য সব উদ্যোগ নিচ্ছে কমিশন। তবুও শেয়ারবাজারে আস্থা ফেরার কোনো লক্ষণ নেই। দিনের পর দিন পতনের ধারা যেন থামছেই না।
এদিকে, ধারাবাহিক দরপতন ঠেকাতে ‘এ’ ক্যাটাগরির শেয়ার কেনায় রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবিকে বিশেষ সুবিধা দিয়েছে কমিশন। পাশাপাশি, ডিএসইর ব্রোকারেজ হাউজগুলোকেও আর্থিক প্রতিবেদন প্রকাশে ছাড় দেওয়া হয়েছে।
তবে বিনিয়োগকারীদের সংগঠন বিসিএমআইএ এইসব উদ্যোগে সন্তুষ্ট নয়। তারা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে রাশেদ মাকসুদ কমিশনের পদত্যাগ দাবি করেছে এবং বাজারে স্থিতিশীলতা ফেরানোর আহ্বান জানিয়েছে।
বিক্ষোভের প্রভাব বাজারে সাময়িকভাবে দেখা গেলেও, লেনদেনের শেষ দিকে সব আশা ভেঙে পড়ে। দিনের শুরুতে সূচকে কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেলেও দিনশেষে তা রূপ নেয় লালচিহ্নে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ০৯ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫ হাজার ২২ দশমিক ৪৭ পয়েন্টে। আগেরর কর্মদিবসে প্রধান সূচক কমেছিল ১৮ দশমিক ২৭ পয়েন্ট।
এদিন ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস শূন্য দশমিক ৬৩ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ৬৭ পয়েন্ট কমেছে।
সূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। আজ ডিএসইতে ৩০০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৩৪০ কোটি ২৮ লাখ টাকার। অর্থাৎ ৩৯ কোটি ৬৬ লাখ টাকা কমেছে লেনদেন।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। আজ লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৯টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ০৭ লাখ টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭২টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।
আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৪ দশমিক ০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১১ দশমিক ৩৩ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ৬৯ দশমিক ৮৯ পয়েন্ট।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল-দেখুন সরাসরি
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি