ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২
হাদির গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদারে ২৪ ঘণ্টা পুলিশ পাহারা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ঝালকাঠির গ্রামের বাড়িতে ২৪ ঘণ্টা পুলিশি পাহারা বসানো হয়েছে। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তার পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করার সুযোগে গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এরপরই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) থেকে ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় অবস্থিত হাদির বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়।
নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই বাড়িতে ২৪ ঘণ্টা পুলিশ পাহারা থাকবে। পালাক্রমে চারজন পুলিশ সদস্য সেখানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।
জানা গেছে, গত শুক্রবার ঢাকায় হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তার পরিবারের সবাই ঢাকায় চলে যান। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা জানালা ভেঙে চুরির ঘটনা ঘটায়। খবর পেয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বায়েজিদ ইবনে আকবর ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, চুরির ঘটনায় তদন্ত চলছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে হাদির ওপর হামলা ও বাড়িতে চুরির ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও প্রতিবেশীরা ক্ষোভ প্রকাশ করেছেন। নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না ও ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন হাদিকে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক’ ও ‘দেশের সম্পদ’ হিসেবে উল্লেখ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
প্রতিবেশী শাহাদাত আলম ফকির বলেন, ‘দেশের পক্ষে কথা বলার কারণেই আজ হাদি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা তার সুস্থতা ও দোষীদের বিচার চাই।’
উল্লেখ্য, হাদির ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিসহ সারা দেশে বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ ও দোয়া মাহফিল কর্মসূচি পালন করছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ