ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
বিসিবিতে অভিযান: অর্থ লোপাটের প্রথামিক আলামত পেয়েছে দুদক

ডুয়া নিউজ: হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালনা করেন সংস্থাটির তিন সদস্য।
অভিযান শেষে দুদকের পক্ষ থেকে জানানো হয়, তিনটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারা এই এনফোর্সমেন্ট কার্যক্রম চালিয়েছেন। এক কর্মকর্তা জানান, মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ব্যয় এবং টিকিট বিক্রির আয়ের মধ্যে ১৯-২০ কোটি টাকার অনিয়ম বা লোপাটের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টা নাগাদ মিরপুরে বিসিবির কার্যালয়ে যান দুদকের একটি দল।
পরে সংস্থাটির সহকারী পরিচালক আল আমিন বলেন, “মুজিববর্ষে বরাদ্দ ছিলো ১৫ কোটি টাকা। খরচ দেখানো হয়েছে ২৫ কোটি টাকা। তবে এখন পর্যন্ত ৭ কোটি টাকার ডকুমেন্টস দেখাতে পেরেছে বিসিবি। আর দুই কোটি টাকা মুখে খরচের কথা বলেছে। সবমিলিয়ে ১৯ থেকে ২০ কোটি টাকা লোপাটের প্রাথমিক আলামত পাওয়া গেছে।”
তিনি আরও বলেন, “(ঘরোয়া প্রতিযোগিতা) তৃতীয় বিভাগ বাছাইয়ে গত কয়েক বছর ২-৩টি দল অংশ নিতো। এবার নিয়েছে ৬০টি দল। এটা কি শুধুই এন্ট্রি ফি কমানোর জন্য নাকি অন্য কারণে, সেটা খতিয়ে দেখছে দুদক। এছাড়া বিপিএলের প্রথম ৮ আসরে টিকিট বিক্রি হয়েছে ১৫ কোটি টাকা, আর একাদশতম আসরেই টিকিট বিক্রিতে আয় ১৩ কোটি টাকা। এটা নিয়েও তদন্ত করছে দুদক।”
দুদকের আরেক কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, আমাদের কাছে কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল। তার মধ্যে তৃতীয় বিভাগ বাছাই প্রক্রিয়া এবং ২০২৩ সালের টিম সিলেকশন সংক্রান্ত বিষয়। তিনি বলেন, “পূর্ববর্তী বছরগুলোতে আবেদন ফি ছিল ৫ লাখ টাকা, ফলে মাত্র ২-৩টি দল আবেদন করত। সেখান থেকে ১-২টি দলকে বাছাই করা হতো। কিন্তু এবার ফি কমিয়ে ১ লাখ টাকা নির্ধারণ করা হলে প্রায় ৬০টি দল আবেদন করেছে। আমরা এখান থেকে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করেছি এবং এখন সেগুলো যাচাই-বাছাই করা হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১২ কোম্পানি
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা