ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
চবিতে হচ্ছে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন

ডুয়া ডেস্ক: বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ পূর্বাভাসের সক্ষমতা উন্নত করতে প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মাণের কাজ শুরু হয়েছে। এই স্টেশনটি বঙ্গোপসাগরের কেন্দ্রবিন্দুতে চীনের স্যাটেলাইটের মাধ্যমে তাত্ক্ষণিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে সক্ষম হবে, যা উপকূলীয় এলাকার পরিস্থিতি দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে পূর্বাভাস দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া এটি সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমুদ্র বিজ্ঞান বিভাগ এবং চীনের 'সেকেন্ড ইন্সটিটিউট অব ওশানোগ্রাফি' যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মোট ব্যয় প্রায় ৭০ কোটি টাকা, যার মধ্যে ৬০ কোটি টাকা দিচ্ছে চীনা প্রতিষ্ঠানটি। চবি স্টেশনটির পরিচালনায় লোকবল, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য সেবা প্রদান করবে।
২০২৩ সালের ডিসেম্বর মাসে চীন এবং চবির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর ২০২৪ সালের ২৬ মার্চ চবি সমুদ্র বিজ্ঞান অনুষদে গ্রাউন্ড স্টেশনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
বর্তমানে বাংলাদেশ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পূর্বাভাসের জন্য বিভিন্ন বিদেশি সংস্থার স্যাটেলাইট তথ্যের ওপর নির্ভরশীল থাকে। এর ফলে পূর্বাভাসে ২০-৩০ ঘণ্টা সময় লাগে। তবে এই নতুন স্টেশনটির মাধ্যমে ৪৮ থেকে ৭২ ঘণ্টা আগেই সতর্কতা প্রদান সম্ভব হবে। ফলে দ্রুত এবং আরও নির্ভরযোগ্য পূর্বাভাস দেওয়া যাবে।
এছাড়া এই প্রকল্পের লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, দক্ষিণ এশিয়ার শীর্ষ মেরিন ডেটা হাব হিসেবে প্রতিষ্ঠা এবং জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করা। এই উদ্দেশ্যে 'এসজিএসএমআরএস ২০৩৫ মাস্টারপ্ল্যান' তৈরি হচ্ছে, যা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহায়তা করবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন জানান, এই প্রকল্প বাংলাদেশের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পূর্বাভাস ব্যবস্থায় একটি বিপ্লব ঘটাবে এবং দেশের নিজস্ব স্যাটেলাইট তথ্যের ওপর নির্ভরতা বাড়াবে, যা পূর্বাভাস ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
প্রকল্পটির সমন্বয়ক হিসেবে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে এবং আশা করা হচ্ছে যে, চলতি বছরের মধ্যেই গ্রাউন্ড স্টেশনের কার্যক্রম শুরু হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- উৎপাদন বাড়াতে নতুন যন্ত্রপাতিতে বিনিয়োগ করছে দুই কোম্পানি