ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন, এবার হবে ‘বৈশাখ শোভাযাত্রা’
ডুয়া ডেস্ক: বাংলা নতুন বর্ষবরণ উৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ থেকে যে মঙ্গল শোভাযাত্রা বের হয় তা প্রায় তিন দশক পর নাম পরিবর্তন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবার পহেলা বৈশাখে অনুষ্ঠিত এই শোভাযাত্রার নতুন নাম রাখা হবে ‘বৈশাখ শোভাযাত্রা’।
যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তনের ঘোষণা দিতে কয়েকদিন অপেক্ষা করবে তবে তারা জানিয়েছে, আগামী ২৩-২৪ মার্চের মধ্যে এবারের শোভাযাত্রার বিস্তারিত ঘোষণা করা হবে।
২০ মার্চ বুধবার চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. আজহারুল ইসলাম চঞ্চল জানান, "আজ থেকে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আমাদের কর্মশালা শুরু হয়েছে এবং আমরা পহেলা বৈশাখের প্রস্তুতি নিচ্ছি। তবে এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য বিষয়সহ অন্যান্য বিষয়গুলো ২৩-২৪ মার্চের মধ্যে চূড়ান্ত করা হবে।"
এদিকে পহেলা বৈশাখ উদযাপনের জন্য সরা, জলরং, মুখোশ এবং অন্যান্য প্রস্তুতি তৈরির জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহের লক্ষ্যে একটি কর্মশালার আয়োজন করেছে চারুকলা অনুষদ। বুধবার দুপুরে বরেণ্য শিল্পী প্রফেসর ড. আব্দুস সাত্তার চিত্রাঙ্কন করে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।
পহেলা বৈশাখের উদযাপনের ইতিহাস বহু পুরনো হলেও মঙ্গল শোভাযাত্রার ইতিহাস তেমন বেশি পুরনো নয়। মঙ্গল শোভাযাত্রা প্রথম শুরু হয়েছিল ১৯৮৫ সালের পহেলা বৈশাখে যশোরে, তখন দেশে সামরিক শাসন ছিল। এর উদ্দেশ্য ছিল লোকজ সংস্কৃতি উপস্থাপনের মাধ্যমে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা এবং অশুভের বিনাশ কামনায় শুভশক্তির আগমনের প্রার্থনা। এর উদ্যোগ নিয়েছিলেন চারুশিল্পী মাহবুব জামাল শামিম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করে যশোরে চলে যান তিনি এবং সেখানে ‘চারুপিঠ’ নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তবে মঙ্গল শোভাযাত্রা যশোরের গণ্ডি পার হয়ে ঢাকায়ও ছড়িয়ে পড়ে।
১৯৮৯ সালে পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। এর প্রথম নাম ছিল ‘আনন্দ শোভাযাত্রা’। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এই নামকরণ করা হয়েছিল। পরে এটি ‘মঙ্গল শোভাযাত্রা’ হিসেবে পরিচিত হয় এবং ১৯৯৬ সাল থেকে এটি এমন নামেই পরিচিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি