ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন, এবার হবে ‘বৈশাখ শোভাযাত্রা’

ডুয়া ডেস্ক: বাংলা নতুন বর্ষবরণ উৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ থেকে যে মঙ্গল শোভাযাত্রা বের হয় তা প্রায় তিন দশক পর নাম পরিবর্তন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবার পহেলা বৈশাখে অনুষ্ঠিত এই শোভাযাত্রার নতুন নাম রাখা হবে ‘বৈশাখ শোভাযাত্রা’।
যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তনের ঘোষণা দিতে কয়েকদিন অপেক্ষা করবে তবে তারা জানিয়েছে, আগামী ২৩-২৪ মার্চের মধ্যে এবারের শোভাযাত্রার বিস্তারিত ঘোষণা করা হবে।
২০ মার্চ বুধবার চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. আজহারুল ইসলাম চঞ্চল জানান, "আজ থেকে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আমাদের কর্মশালা শুরু হয়েছে এবং আমরা পহেলা বৈশাখের প্রস্তুতি নিচ্ছি। তবে এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য বিষয়সহ অন্যান্য বিষয়গুলো ২৩-২৪ মার্চের মধ্যে চূড়ান্ত করা হবে।"
এদিকে পহেলা বৈশাখ উদযাপনের জন্য সরা, জলরং, মুখোশ এবং অন্যান্য প্রস্তুতি তৈরির জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহের লক্ষ্যে একটি কর্মশালার আয়োজন করেছে চারুকলা অনুষদ। বুধবার দুপুরে বরেণ্য শিল্পী প্রফেসর ড. আব্দুস সাত্তার চিত্রাঙ্কন করে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।
পহেলা বৈশাখের উদযাপনের ইতিহাস বহু পুরনো হলেও মঙ্গল শোভাযাত্রার ইতিহাস তেমন বেশি পুরনো নয়। মঙ্গল শোভাযাত্রা প্রথম শুরু হয়েছিল ১৯৮৫ সালের পহেলা বৈশাখে যশোরে, তখন দেশে সামরিক শাসন ছিল। এর উদ্দেশ্য ছিল লোকজ সংস্কৃতি উপস্থাপনের মাধ্যমে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা এবং অশুভের বিনাশ কামনায় শুভশক্তির আগমনের প্রার্থনা। এর উদ্যোগ নিয়েছিলেন চারুশিল্পী মাহবুব জামাল শামিম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করে যশোরে চলে যান তিনি এবং সেখানে ‘চারুপিঠ’ নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তবে মঙ্গল শোভাযাত্রা যশোরের গণ্ডি পার হয়ে ঢাকায়ও ছড়িয়ে পড়ে।
১৯৮৯ সালে পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। এর প্রথম নাম ছিল ‘আনন্দ শোভাযাত্রা’। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এই নামকরণ করা হয়েছিল। পরে এটি ‘মঙ্গল শোভাযাত্রা’ হিসেবে পরিচিত হয় এবং ১৯৯৬ সাল থেকে এটি এমন নামেই পরিচিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান