ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

গাজা খালি করার পরিকল্পনা বাদ দিলেন ডোনাল্ড ট্রাম্প

২০২৫ মার্চ ১৩ ১৪:০৬:০০
গাজা খালি করার পরিকল্পনা বাদ দিলেন ডোনাল্ড ট্রাম্প

ডুয়া ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের আহ্বান জানিয়েছিলেন। তবে সম্প্রতি তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন। বুধবার তিনি বলেছেন, গাজা থেকে কোনো ফিলিস্তিনিকে সরানো হবে না। এ মন্তব্য তিনি ওভাল অফিসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর পাশে বসে করেন।

ট্রাম্পের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে হামাস। হামাসের মুখপাত্র হাজেম কাসেমি এক বিবৃতিতে বলেন, যদি মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য গাজা থেকে জনগণকে উচ্ছেদ না করার সংকেত দেয় তাহলে এটি স্বাগতযোগ্য হবে।

এছাড়া বুধবার দোহায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে গাজার পুনর্গঠন পরিকল্পনা উপস্থাপন করেছে পাঁচটি আরব দেশ। সেখানে ট্রাম্পের প্রস্তাবের স্পষ্ট বিরোধিতা করা হয়েছে।

এর আগে ট্রাম্প ফিলিস্তিনের গাজা উপত্যকাকে ‘দখল’ করে তার অধীনে পরিচালনার প্রস্তাব করেছিলেন, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিবাদ সৃষ্টি করেছিল। সৌদি আরব, চীন, রাশিয়া, স্পেনসহ বিশ্বের বহু দেশ এবং সংগঠন তার এই প্রস্তাবের বিরোধিতা করেছে।

গত ৪ ফেব্রুয়ারি হোয়াইট হাউজে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে তারা গাজা দখল করবেন এবং সেখানে দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন। তিনি এমনকি জানিয়েছেন, প্রয়োজন হলে গাজায় মার্কিন সেনাও মোতায়েন করা হতে পারে।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এসব মন্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থি এবং গাজার জনগণকে উচ্ছেদ করা এবং মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা একটি জোরপূর্বক দখল হিসেবে গণ্য হবে, যা আন্তর্জাতিক আইন এবং জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন হবে।

গাজার অধিকাংশ বাসিন্দা ১৯৪৮ সালের ‘নাকবা’ বা মহাবিপর্যয়ের সময় বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিদের বংশধর, যারা ইসরায়েলের সৃষ্টি ও দখলদারত্বের শিকার হয়েছিলেন। তাদের জন্য আরেক দফা উচ্ছেদ মেনে নেওয়া কঠিন হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে