ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
এবারের রমজান মাসে যেমন থাকবে আবহাওয়া

ডুয়া ডেস্ক: আগামীকাল রোববার থেকে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য শুরু হচ্ছে মহিমান্বিত মাস মাহে রমজান। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ধর্মপ্রাণ মুসলমানরা এই মাসে রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ইবাদত করেন। তবে দেশে এবারের রমজান মাসটি গরমের সময় শুরু হচ্ছে। কারণ মার্চ মাস থেকেই বাংলাদেশে গরম প্রবণতা শুরু হয়। তাই ধর্মপ্রাণ মুসলমানদের মনে প্রশ্ন রয়েছে এবারের রমজান মাসে আবহাওয়া কেমন থাকবে?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে গত কয়েক দশকে গরমের প্রবণতা বেড়েছে। যার প্রভাব গ্রীষ্মের শুরুর দিকে অনুভূত হয়। গত বছর দেশের অনেক জায়গায় এক মাসেরও বেশি সময় ধরে তীব্র দাবদাহ বিরাজ করেছিল এবং তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল। চলতি বছরেও মার্চ মাসে গরমের সাথে কালবৈশাখি ঝড়, শিলা বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, এই মাসে গরমটা একটু বেশি অনুভূত হতে পারে এবং বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা কম হতে পারে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, মার্চ মাসের প্রথম দশ দিনে কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ এবং সামান্য বৃষ্টি হতে পারে। বিশেষ করে ৪, ৬ ও ৭ মার্চ, খুলনা ও বরিশাল অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। মার্চের মাঝামাঝি সময় (১১ থেকে ২০ মার্চ) দেশের অধিকাংশ জায়গায় পরিষ্কার আকাশ থাকতে পারে তবে কিছু এলাকায় ১৫ ও ১৬ মার্চ মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টি হতে পারে।
বিডব্লিউওটি আরও জানিয়েছে, মার্চের শেষের দিকে (২১ থেকে ৩১ মার্চ) দেশের অনেক স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তীব্র কালবৈশাখি ঝড়ও হতে পারে। ২৫ মার্চ একটি উপচ্ছায়া চন্দ্রগ্রহণও ঘটবে যা বাংলাদেশ থেকে দেখা যাবে না।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, মার্চ, এপ্রিল ও মে মাসে কালবৈশাখী ঝড় বেশি হয়ে থাকে এবং তাপমাত্রা সাধারণত বেশিই থাকে। মার্চ মাসে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে যা তাপপ্রবাহের আওতায় পড়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার