ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
এবারের রমজান মাসে যেমন থাকবে আবহাওয়া
ডুয়া ডেস্ক: আগামীকাল রোববার থেকে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য শুরু হচ্ছে মহিমান্বিত মাস মাহে রমজান। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ধর্মপ্রাণ মুসলমানরা এই মাসে রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ইবাদত করেন। তবে দেশে এবারের রমজান মাসটি গরমের সময় শুরু হচ্ছে। কারণ মার্চ মাস থেকেই বাংলাদেশে গরম প্রবণতা শুরু হয়। তাই ধর্মপ্রাণ মুসলমানদের মনে প্রশ্ন রয়েছে এবারের রমজান মাসে আবহাওয়া কেমন থাকবে?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে গত কয়েক দশকে গরমের প্রবণতা বেড়েছে। যার প্রভাব গ্রীষ্মের শুরুর দিকে অনুভূত হয়। গত বছর দেশের অনেক জায়গায় এক মাসেরও বেশি সময় ধরে তীব্র দাবদাহ বিরাজ করেছিল এবং তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল। চলতি বছরেও মার্চ মাসে গরমের সাথে কালবৈশাখি ঝড়, শিলা বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, এই মাসে গরমটা একটু বেশি অনুভূত হতে পারে এবং বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা কম হতে পারে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, মার্চ মাসের প্রথম দশ দিনে কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ এবং সামান্য বৃষ্টি হতে পারে। বিশেষ করে ৪, ৬ ও ৭ মার্চ, খুলনা ও বরিশাল অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। মার্চের মাঝামাঝি সময় (১১ থেকে ২০ মার্চ) দেশের অধিকাংশ জায়গায় পরিষ্কার আকাশ থাকতে পারে তবে কিছু এলাকায় ১৫ ও ১৬ মার্চ মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টি হতে পারে।
বিডব্লিউওটি আরও জানিয়েছে, মার্চের শেষের দিকে (২১ থেকে ৩১ মার্চ) দেশের অনেক স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তীব্র কালবৈশাখি ঝড়ও হতে পারে। ২৫ মার্চ একটি উপচ্ছায়া চন্দ্রগ্রহণও ঘটবে যা বাংলাদেশ থেকে দেখা যাবে না।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, মার্চ, এপ্রিল ও মে মাসে কালবৈশাখী ঝড় বেশি হয়ে থাকে এবং তাপমাত্রা সাধারণত বেশিই থাকে। মার্চ মাসে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে যা তাপপ্রবাহের আওতায় পড়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ব্রাজিল বনাম সেনেগাল: কবে, কখন-যেভাবে দেখবেন খেলাটি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ফার্মা খাতের ১৮ কোম্পানি, দেখুন এক নজরে
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বস্ত্র খাতের ২১ কোম্পানি, দেখুন এক নজরে
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: রেকর্ড পরিমাণ অর্থ পাবে মেসিরা
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি