ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২
আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডুয়া ডেস্ক: সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে মিয়ানমারের আরাকান আর্মি (এএ)-এর সঙ্গে বাংলাদেশ যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১ মার্চ) বেলা সোয়া ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, টেকনাফ স্থলবন্দরে মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। কিন্তু আরাকান আর্মি রাখাইন রাজ্য দখল করার পর থেকে সীমান্ত বাণিজ্যের জাহাজ আসা-যাওয়া বাধাগ্রস্ত হচ্ছে। এমনকি তারা কিছু জাহাজ আটকে রেখেছে এবং অনেক বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে।
তিনি বলেন, এসব ঘটনা বাণিজ্যিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করছে। এ কারণে বাংলাদেশের সীমান্ত সুরক্ষা এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি নিশ্চিত করার জন্য মিয়ানমারের রাখাইন রাজ্যের সিংহভাগ দখল করা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, কক্সবাজারে অপহরণ ও মাদকের বিস্তার বেড়েছে এবং এসব ঘটনা গণমাধ্যমে নিয়মিত উঠে আসছে। তিনি সাংবাদিকদের এবং স্থানীয় সচেতন মহলকে এই বিষয়গুলো সম্পর্কে জানিয়ে দেন যারা এসব অপরাধ করছে তাদের চিহ্নিত করা প্রয়োজন।
তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার সিদ্ধান্ত মানবিক দৃষ্টিকোণ থেকে নেয়া হলেও তাদের সংখ্যা প্রকৃতপক্ষে ১২ লাখের বেশি। রোহিঙ্গারা দেশের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাদের দ্রুত প্রত্যাবাসন সম্ভব না হলেও সীমান্ত এলাকার অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।
দলীয় পরিচয়ে পর্যটন এলাকায় দখল, মারামারি ও ছিনতাই বাড়ার বিষয়ে মন্তব্য করতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রশাসন কোনো দলের বদান্যতায় কাজ করছে না। দেশের কল্যাণে যা প্রয়োজন তা করা হচ্ছে। যদি কোনো দলের নেতাকর্মী অপরাধে জড়িত হনতাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
তিনি আরো বলেন, প্রশাসনে একটি রোগ দেখা দিয়েছে যে সমস্যাটি হল ক্ষমতায় আসতে পারে এমন দলের নেতাকর্মীদের আগাম সহানুভূতি দেখানো। তিনি এই বিষয়টি প্রশাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন।
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সত্য খবর প্রকাশ করুন যাতে সমাজে অস্থিরতা তৈরি না হয়। তিনি একসময় সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন এবং মর্নিং নিউজে কাজ করতেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ