ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২
রাজনীতিতে কেন এসেছেন, জানালেন ডা. তাসনিম জারা

ডুয়া ডেস্ক: ‘আমরা ক্ষমতার জন্য রাজনীতি করতে আসিনি, বরং জনগণের ক্ষমতা তাদের কাছে ফিরিয়ে দিতে এসেছি’—এ কথা বলেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেন।
ডা. তাসনিম জারা আরও বলেন, ‘বিগত রাজনীতি ছিল ক্ষমতার লড়াই, জনগণের সঙ্গে প্রতারণা এবং স্বার্থের বিনিময়। আমরা এই পরিস্থিতির অবসান চাই। আমরা এমন রাজনীতি করতে চাই, যেখানে কোনো ব্যক্তির বা পরিবারের স্বার্থ রক্ষা পাবে না; বরং রাজনীতি হবে জনগণের সেবায়, মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বার্থ রক্ষা করা।’
তিনি বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে কেউ তার যোগ্যতা ও সততার ভিত্তিতে জনগণের নেতৃত্ব দিতে পারবে। এখানে তার পারিবারিক পরিচয় কোনো গুরুত্ব পাবে না।’
এ সময় উপস্থিত ছাত্র-জনতার উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব বলেন, ‘বাংলাদেশ শিগগিরই পরিবর্তিত হবে, আর সেই পরিবর্তন আসবে আপনাদের হাত ধরেই। আমরা এমন রাজনীতি করতে চাই না, যেখানে মানুষ বলবে, “সব দলই এক।”’
এছাড়া তিনি উল্লেখ করেন, ‘জাতীয় নাগরিক পার্টি স্বাস্থ্য ও শিক্ষাকে পণ্যে পরিণত হতে দিতে চায় না।’
এর আগে, দুপুর সোয়া ৪টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াত, গীতাপাঠ, ত্রিপিটক ও বাইবেল পাঠের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়।
ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী সরকারের পতনের সময় তরুণদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে দুটি সংগঠন গড়ে ওঠে। এই দুই সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ