ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
সপ্তাহের ব্যবধানে শেয়ারবাজারে মূলধন ফিরেছে ১৬ হাজার কোটি টাকা

ডুয়া নিউজ: বিদায়ী সপ্তাহে (০৯-১৩ ফেব্রুয়ারি) ধারাবাহিক উত্থানে দেশের শেয়ারবাজারে মূলধন ফিরেছে প্রায় ১৬ হাজার কোটি টাকা। আগের সপ্তাহে (০২-০৬ ফেব্রুয়ারি) মূলধন ফিরেছিল ৯ হাজার কোটি টাকার বেশি। এ তথ্য জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
বিদায়ী সপ্তাহে মূলধন বৃদ্ধির পাশাপাশি শেয়ারবাজারের সবগুলো সূচকও বেড়েছে। বেড়েছে টাকার অংকে লেনদেনও।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.৩ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২০১.৪৮ পয়েন্টে।
অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ৬.২১ পয়েন্ট বা ০.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১৯.১১ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৭.৯৩ পয়েন্ট বা ০.৬৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫৫.৭৩ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি প্রতিষ্ঠানের।
আলোচ্য ডিএসইতে ৮৬ কোটি ৭৫ লাখ ৬০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ১০৭ কোটি ২৩ লাখ ৮০ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১৩২ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকার।
বিদায়ী সপ্তাহের প্রথম কর্মদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৯৩০ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৯৩৯ কোটি ৯০ লাখ টাকায়।
সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১৫ হাজার ৮০৯ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা বা ২.৩৫ শতাংশ।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭.২৩ পয়েন্ট বা ০.১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫২৯.৪৭ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টি, কমেছে ১৩১টি এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।
সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৯ কোটি ১৮ লাখ ৪৪ হাজার ৪৭১ টাকার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৭ কোটি ২১ লাখ ৫৬ হাজার ৭৮৫ টাকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর