ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

বৃষ্টি ও গরম নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

২০২৫ ফেব্রুয়ারি ০৭ ১২:৩৩:০৬

বৃষ্টি ও গরম নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

ডুয়া ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দু–এক দিনের মধ্যে সারা দেশেই তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এতে গরম বাড়বে। এর সঙ্গে রাতে হালকা ঠান্ডা অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।

২৪ ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তর বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেক মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা এক থেক দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়াও প্রায় একই রকম থাকবে জানিয়ে অধিদপ্তর বলছে, রোববার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেত পারে। পরবর্তী ৫ দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত