ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশসহ ১১ সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের
নিজস্ব প্রতিবেদক: কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধসহ ১১টি গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত ও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সভার বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
অনুমোদিত প্রধান অধ্যাদেশসমূহ:
বৈঠকে ‘কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬’ এবং ‘পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ’-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ‘জাতীয় ক্রীড়া পরিষদ অধ্যাদেশ-২০২৬’-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ‘বাংলাদেশ প্রাণী ও প্রাণীজাত পণ্য সংঘনিরোধ অধ্যাদেশ-২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
নগর উন্নয়নের কাঠামোগত সংস্কারের অংশ হিসেবে ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৬’ এবং ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া প্রতিবছর ২৩ মার্চ তারিখকে ‘বিএনসিসি ডে’ হিসেবে আনুষ্ঠানিকভাবে পালনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
মানবাধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে জাতিসংঘের ‘নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তিবিরোধী কনভেনশন’-এর ৭০(১) ধারার আওতায় বাংলাদেশ কর্তৃক অতীতে দেওয়া ঘোষণা প্রত্যাহারের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক পারিবারিক আইনের ক্ষেত্রে অগ্রগতি হিসেবে নেদারল্যান্ডসের হেগভিত্তিক ‘হেগ কনভেনশন অন সিভিল অ্যাসপেক্টস অব ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশন-১৯৮০’-এ বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার প্রস্তাব অনুমোদন পেয়েছে। কূটনৈতিক সম্পর্ক বিস্তারে ক্যারিবীয় দেশ গায়ানায় বাংলাদেশের একটি নতুন মিশন (চার্জ দ্য অ্যাফেয়ার্স/লোয়ার লেভেল) খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে ‘২০২৫-২৮’ সময়কালের জন্য ‘আমদানি নীতি আদেশ’-এর খসড়া অনুমোদন করেছে সরকার।
সংশ্লিষ্টরা মনে করছেন, গৃহীত এসব সিদ্ধান্ত নারীদের সুরক্ষা নিশ্চিত করা, মানবাধিকার সমুন্নত রাখা, ক্রীড়া ও নগর উন্নয়ন এবং আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে মাইলফলক হিসেবে কাজ করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস