ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

আজকের নামাজের সময়সূচি (১৭ জানুয়ারি)

২০২৬ জানুয়ারি ১৭ ১১:২৫:১৬

আজকের নামাজের সময়সূচি (১৭ জানুয়ারি)

ধর্ম ডেস্ক: নামাজ ইসলামের অন্যতম প্রধান ইবাদত, যা বান্দাকে গুনাহ থেকে মুক্ত করে আল্লাহর নৈকট্য অর্জনের পথ সহজ করে দেয়। নিয়মিত ও সময়মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীদের জন্য রয়েছে আল্লাহ তায়ালার বিশেষ ক্ষমা ও জান্নাতের সুসংবাদ। যারা নামাজের জন্য আগে ভাগেই মসজিদে উপস্থিত হয়ে অপেক্ষায় থাকেন, ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকেন।

নামাজের গুরুত্ব ও ফজিলত তুলে ধরে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, আজান দেওয়া ও প্রথম কাতারে দাঁড়ানোর মর্যাদা মানুষ পুরোপুরি উপলব্ধি করতে পারলে, তা লাভের জন্য প্রয়োজনে লটারি করত। তিনি আরও বলেন, জোহরের নামাজের ফজিলত জানলে মানুষ প্রতিযোগিতা করে তা আদায় করত, আর এশা ও ফজরের নামাজের মর্যাদা বুঝলে হামাগুঁড়ি দিয়েও জামাতে শরিক হতো (মুসলিম, হাদিস: ৮৬৭)।

এই প্রেক্ষাপটে আজ শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ (২ মাঘ ১৪৩২ বাংলা, ২৮ রজব ১৪৪৬ হিজরি) ঢাকাসহ আশপাশের এলাকার নামাজের সময়সূচি প্রকাশ করা হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি (১৭ জানুয়ারি ২০২৬):ফজর: সকাল ৫টা ২৩ মিনিটজোহর: দুপুর ১২টা ০৯ মিনিটআসর: বিকেল ৩টা ৫৯ মিনিটসূর্যাস্ত: বিকেল ৫টা ৩৪ মিনিটইফতার: বিকেল ৫টা ৩৭ মিনিটমাগরিব: বিকেল ৫টা ৩৭ মিনিটইশা: সন্ধ্যা ৬টা ৫৪ মিনিট

এদিকে আগামীকাল রোববার, ১৮ জানুয়ারি ফজরের সময় সকাল ৫টা ২৩ মিনিট। তাহাজ্জুদ ও সেহরির শেষ সময় থাকবে সকাল ৫টা ২২ মিনিট এবং সূর্যোদয় হবে সকাল ৬টা ৪৩ মিনিটে।

বিভাগীয় শহরগুলোর জন্য ঢাকার সময়সূচির সঙ্গে কিছু সময় যোগ বা বিয়োগ করতে হবে। চট্টগ্রামে ৫ মিনিট এবং সিলেটে ৬ মিনিট বিয়োগ করতে হবে। অন্যদিকে খুলনায় ৩ মিনিট, বরিশালে ১ মিনিট, রাজশাহীতে ৭ মিনিট ও রংপুরে ৮ মিনিট যোগ করে নামাজের সময় নির্ধারণ করতে হবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত