ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

ত্রাণ উপদেষ্টা

'গণভোটের ইতিবাচক ফলই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ'

২০২৬ জানুয়ারি ১৬ ২২:৪৫:৪৩

'গণভোটের ইতিবাচক ফলই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ'

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, রাষ্ট্র ও সরকারের প্রকৃত মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই সরকার গণভোটের আয়োজন করেছে। তিনি বলেন, এই গণভোটের ইতিবাচক ফলাফলই আগামীর উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণ করবে। দেশের আমূল পরিবর্তনের স্বার্থে প্রতিটি নাগরিককে এই প্রক্রিয়ায় অংশ নিতে হবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা তথ্য অফিস আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, "২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের পর এই অন্তর্বর্তী সরকারের মূল ম্যান্ডেট ছিল—গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন। আমরা দ্রুততম সময়ে এই কাজগুলো সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্র যেন আর কখনো ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে যেতে না পারে, সেজন্য সব দলের ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়েছে। এই সনদের মূল বিষয়গুলো নিয়ে জনরায় নিতেই গণভোট অনুষ্ঠিত হবে।"

জীবনে প্রথমবারের মতো যারা ভোট দেবেন, তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, "নতুন ভোটাররা অত্যন্ত সৌভাগ্যবান। কারণ আপনাদের জীবনের প্রথম ভোটটি হবে রাষ্ট্রের আমূল পরিবর্তনের জন্য এবং নিজের মৌলিক অধিকার নিশ্চিতের জন্য। আপনাদের একটি ‘হ্যাঁ’ ভোটের ফলেই দেশের অর্থনীতি, বিচার ব্যবস্থা, স্বাস্থ্য ও শিক্ষা খাতে দীর্ঘমেয়াদি পরিবর্তন আসবে।"

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, "জনগণ নিজের অধিকার সম্পর্কে সচেতন না হলে কোনো সরকারই জাতির ভাগ্য বদলাতে পারে না। ভালো রাষ্ট্র কাঠামো থাকলে তবেই ভালো প্রার্থী তৈরি হবে। একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে গণভোটের পক্ষে রায় দেওয়ার কোনো বিকল্প নেই।"

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মো. আসলাম উদ্দীন, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং সিভিল সার্জন মো. নাসির উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত