ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

সেনাবাহিনী ও ইথিওপিয়ান এয়ারলাইন্সের সমঝোতা স্মারক সই

প্রশিক্ষণ ও সরকারি সফরে বিশেষ সুবিধা পাবে সেনাবাহিনী

২০২৬ জানুয়ারি ০৭ ১৯:৪২:০৩

প্রশিক্ষণ ও সরকারি সফরে বিশেষ সুবিধা পাবে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের আন্তর্জাতিক প্রশিক্ষণ ও সরকারি দায়িত্ব পালনের পথ আরও সহজ ও সাশ্রয়ী করতে ইথিওপিয়ান এয়ারলাইন্সের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সেনা সদর দপ্তরে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে লেফটেন্যান্ট কর্নেল মোজাম্মেল এবং ইথিওপিয়ান এয়ারলাইন্সের পক্ষে কান্ট্রি ম্যানেজার দেসালেগন মোল্লা চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট ‘রিদম গ্রুপ’-এর ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে সেনাবাহিনী ও সামরিক বাহিনীর সদস্যরা ইথিওপিয়ান এয়ারলাইন্সের মাধ্যমে তুলনামূলক কম ভাড়ায় বিশ্বের বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করতে পারবেন। বিশেষ করে যেসব আন্তর্জাতিক রুটে বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত হয় না, সেসব গন্তব্যে প্রশিক্ষণ ও অন্যান্য দাপ্তরিক কাজে এই এয়ারলাইন্সের পরিষেবা নেওয়া যাবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই উদ্যোগের ফলে সেনাবাহিনীর ভ্রমণ ব্যয় উল্লেখযোগ্য হারে কমবে এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি বিমান সংস্থার উন্নত সেবা নিশ্চিত হবে। এটি বিদেশে মিশন মোতায়েন এবং পেশাগত প্রশিক্ষণের ক্ষেত্রে সেনা সদস্যদের গতিশীলতা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত