ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

ঢাবিতে বেগম খালেদা জিয়ার স্মরনে শোকসভা

২০২৬ জানুয়ারি ০৪ ১৭:৪৭:২৪

ঢাবিতে বেগম খালেদা জিয়ার স্মরনে শোকসভা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐক্যের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোকসভা আয়েজিত হয়েছে।

রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই শোকসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান, প্রোভিসি(শিক্ষা) প্রফেসর ড.মামুন আহমেদ, প্রোভিসি(প্রশাসন) প্রফেসর ড.সায়মা হক বিদিশা, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও সদস্যসচিব এ টি এম আবদুল বারী (ড্যানী), ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সভাপতি সাদিক কায়েম সহ ডাকসু, জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামি ছাত্রশিবির ও অন্যান্য ছাত্রসংগঠনের নেতারা।

শোকসভার শুরুতে দোয়া ও কুরআন তিলাওয়াত করে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়। সূচনা বক্তব্য ও শোকপ্রস্তাব পাঠ করেন প্রোভিসি(শিক্ষা) প্রফেসর ড. মামুন আহমেদ।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আহবায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আজকে আমার সেইসব দিনের কথা মনে পড়ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কখনই গনতন্ত্রের বিপক্ষে নেয়নি। এদেশের অনেক স্থানে বেগম জিয়াকে দাঁড়াতে দেয়া হয়নি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ধারন করেছে৷ আমরা এ কথা নিঃসন্দেহে বলতে পারি আমাদের একজন দেশনেত্রী ছিলেন। এটা আমাদের গর্বের জায়গা।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ফ্যাসিবাদের সময় আমাদের প্রেরনার উৎস ছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া। তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন,তিনি জাতীয় ঐক্য তৈরি করেছেন উনার যে রাজনীতি সেই বাংলাদেশ পন্থী রাজনৈতিকতা জারি রাখতে পারলে বাংলাদেশ কখনো পথ হারাবে না৷ আজকের পার্বত্য চট্টগ্রামের অখন্ডতা রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসামান্য অবদান রয়েছে। এই অন্চল নিয়ে অনেক ষড়যন্ত্র চলেছে। কিন্তু বেগম জিয়ার রাজনীতি সেসব নস্যাৎ করে দিয়েছে। এই বাংলাদেশ প্রতি রাজনীতির মধ্যে আমাদের সব সমাধান হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত