ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

প্রেস সচিব

'সোশ্যাল মিডিয়ায় মিথ্যায় ভরা ভিডিও গণতন্ত্রের জন্য বড় হুমকি' 

২০২৫ ডিসেম্বর ২৯ ১৪:০৫:৪০

'সোশ্যাল মিডিয়ায় মিথ্যায় ভরা ভিডিও গণতন্ত্রের জন্য বড় হুমকি' 

নিজস্ব প্রতিবেদক: ইউটিউব, টিকটক কিংবা ফেসবুক রিলসে ছড়িয়ে পড়া মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিওগুলো গণতন্ত্রের জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২৯ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

শফিকুল আলম বলেন, আজকাল মানুষ ভিডিও আকারে প্রকাশিত যেকোনো কিছুকেই খুব সহজে সত্য বলে ধরে নিচ্ছে। ভিডিওর উৎস বা নির্মাতার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, "মিথ্যা তথ্যে ভরা এসব ভিডিও সহিংসতা উসকে দিতে পারে, সমাজকে অস্থিতিশীল করতে পারে এবং বিশেষ করে বাংলাদেশের মতো সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় সমাজে জাতিগত সম্প্রীতি ও সামাজিক সংহতি ধ্বংস করতে পারে।"

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে প্রেস সচিব লেখেন, গত কয়েক দিনে তার মৃত্যুর খবর বা গুরুতর অসুস্থতা নিয়ে অনলাইনে গুজব ছড়িয়েছে। এ প্রসঙ্গে মার্ক টোয়েনের উক্তি টেনে তিনি বলেন, "আমার মৃত্যুর খবর অনেকটাই অতিরঞ্জিত।" তবে নিজের খবরের চেয়ে সাধারণ মানুষের মধ্যে বিচার-বিবেচনা ছাড়াই ভিডিওর ওপর বিশ্বাস স্থাপনের প্রবণতা তাকে বেশি উদ্বিগ্ন করছে।

ভ্রান্ত তথ্য ও ঘৃণা ছড়ানোর মোকাবিলায় পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে শফিকুল আলম বলেন, এসব প্ল্যাটফর্মকে কি জবাবদিহির আওতায় আনা সম্ভব? ঘৃণা ছড়ানো ব্যক্তিদের কি সোশ্যাল মিডিয়া থেকে বাদ দেওয়া উচিত? তিনি মনে করেন, এই চ্যালেঞ্জ কেবল বর্তমান অন্তর্বর্তী সরকারের নয়, বরং পরবর্তী নির্বাচিত সরকারকেও এই সংকটের মুখোমুখি হতে হবে।

সবশেষে তিনি মতপ্রকাশের স্বাধীনতা ও ভুল তথ্যের সুরক্ষা দেওয়ার মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভুল তথ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে যেন সংবাদপত্রের স্বাধীনতা সংকুচিত না হয়, সেটাই হবে আসল পরীক্ষা।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত