ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

বারাকা পতেঙ্গার ডিভিডেন্ড অনুমোদন

২০২৫ ডিসেম্বর ২৬ ২০:৪১:৪৩

বারাকা পতেঙ্গার ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত মঙ্গলবার সিলেটের হোটেল রয়্যাল মার্কে হাইব্রিড ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানিয়েছে, শেয়ারহোল্ডার এবং পরিচালনা পর্ষদের সদস্যরা সরাসরি এবং ভার্চুয়ালি এই সভায় অংশ নেন।

সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য দেন কোম্পানির চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে কোম্পানির দীর্ঘ যাত্রায় পাশে থাকার জন্য শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক ফলাফল ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। গোলাম রব্বানী চৌধুরী স্বচ্ছতা বজায় রাখা এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় গ্রুপের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বারাকা পতেঙ্গা পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহমেদ চৌধুরী জানান, ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটি ২৩ কোটি ৭৫ লাখ টাকা সমন্বিত প্রফিট করেছে। এই সময়ে কোম্পানির সমন্বিত প্রতি শেয়ার আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাবা ৩৭ পয়সা। তিনি আরও উল্লেখ করেন যে, এই অর্থবছরে কোম্পানির দুটি সাবসিডিয়ারি বিদ্যুৎকেন্দ্র—কর্ণফুলী পাওয়ার লিমিটেড ৪১ কোটি ৬৩ লাখ টাকা এবং বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড ১৪ কোটি ৬৭ লাখ টাকা প্রফিট অর্জন করেছে।

কোম্পানি সচিব মোহাম্মদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। সভায় শেয়ারহোল্ডাররা ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সহ অন্যান্য সব আলোচ্যসূচি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত