ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

বন্ড ব্যবস্থাপনায় ডিজিটাল সিস্টেম বাধ্যতামূলক করল এনবিআর

২০২৫ ডিসেম্বর ০১ ২২:৫৫:০৩

বন্ড ব্যবস্থাপনায় ডিজিটাল সিস্টেম বাধ্যতামূলক করল এনবিআর

নিজস্ব প্রতিবেদক: দেশের বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ ও গতিশীল করতে বন্ড ব্যবস্থাপনায় ‘কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (সিবিএমএস) নামক ডিজিটাল পদ্ধতির ব্যবহার বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

সোমবার (১ ডিসেম্বর) এনবিআর থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়, আগামী বছরের শুরু থেকে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) ইস্যুসহ বন্ড সংক্রান্ত সব সেবা শুধুমাত্র সিবিএমএস সফটওয়্যারের মাধ্যমে প্রদান করা হবে। অন্য কোনো ম্যানুয়াল বা সনাতন পদ্ধতিতে আর সেবা মিলবে না।

এনবিআর জানায়, বন্ড ব্যবস্থাকে আধুনিক করতে সিবিএমএস চালু করা হলেও বাধ্যতামূলক না থাকায় অনেক প্রতিষ্ঠান এতদিন ম্যানুয়াল পদ্ধতিতে কার্যক্রম চালাত। তবে ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে সফটওয়্যারটিকে এখন আরও উন্নত ও ব্যবহারবান্ধব করা হয়েছে।

ডিজিটাল পদ্ধতির সুফল: এনবিআরের মতে, সিবিএমএস বাধ্যতামূলক হওয়ার ফলে বন্ডেড প্রতিষ্ঠানগুলোর সেবা প্রাপ্তি সহজ, সময়সাশ্রয়ী ও ব্যয়সাশ্রয়ী হবে। কাঁচামালের ইনপুট ও আউটপুটের তথ্য সফটওয়্যারে এন্ট্রি করায় হিসাবরক্ষণ স্বয়ংক্রিয় ও স্বচ্ছ হবে। এছাড়া ম্যানুয়ালি কাগজপত্র জমা দেওয়ার ঝামেলা ও বন্ড সংক্রান্ত বিভিন্ন বিবাদ উল্লেখযোগ্য হারে কমে আসবে। এর মাধ্যমে রাজস্ব খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আশা করছে সংস্থাটি।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত