ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

বাউলদের ওপর হামলাকারীদের ধরতে কঠোর নির্দেশ প্রধান উপদেষ্টার

২০২৫ নভেম্বর ২৭ ১৮:১৪:৫৪

বাউলদের ওপর হামলাকারীদের ধরতে কঠোর নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক :বাউল সম্প্রদায়ের সদস্যদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ তথ্য জানান তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, হামলাকারীদের ধরতে পুলিশও দ্রুতগতিতে অভিযান চালাচ্ছে।

বৈঠকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয় বলে জানান প্রেস সচিব। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, একসময় যে বিষয়টি গুরুত্ব হারিয়েছিল, সেটিকে বর্তমান অন্তর্বর্তী সরকার আবার আন্তর্জাতিক অগ্রাধিকার হিসেবে সামনে এনেছে। তার দাবি, অতীত সরকার সমাধানের পরিবর্তে নিজেদের মানবিক ইমেজ তুলে ধরায় বেশি মনোযোগী ছিল, ফলে মূল সংকট আড়ালে পড়ে যায়।

শফিকুল আলম জানান, বর্তমান সরকার কূটনৈতিক প্রচেষ্টা, আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ এবং বৈশ্বিক মহলের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে রোহিঙ্গা ইস্যুকে পুনরায় গুরুত্বের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে তিনি বলেন, চিফ অ্যাডভাইজার সম্ভাবনার কথা বললেও এ ধরনের কূটনৈতিক প্রক্রিয়ায় সময় লাগে। তবে প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দেশজুড়ে ভবন নির্মাণে নিরাপত্তা ও তদারকির দুর্বলতা নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রেস সচিব জানান, সম্প্রতি বিভিন্ন অননুমোদিত স্থাপনা ধরা পড়ায় পূর্বের তদারকি ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়েছে। প্রধান উপদেষ্টা বারবার বলেছেন—অনুমোদন ছাড়া কোথাও কোনো ভবন নির্মাণ করা যাবে না। তিনি আরও জানান, সারা দেশের সিটি করপোরেশনগুলোতে অনুমোদন প্রক্রিয়া ও নির্মাণসংক্রান্ত নিয়মকানুন শক্তিশালী করতে সরকার কাজ করছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত