ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

হানিফসহ চার নেতার সাক্ষ্যগ্রহণ ৮ ডিসেম্বর      

২০২৫ নভেম্বর ২৫ ১২:৩৭:৩২








হানিফসহ চার নেতার সাক্ষ্যগ্রহণ ৮ ডিসেম্বর




 
 



 

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার ছয় হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য উপস্থাপন শেষ হয়েছে। মঙ্গলবার ট্রাইব্যুনাল–২ এ প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম মামলার পটভূমি, অভিযোগের বিস্তারিত বিবরণ এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। সূচনা বক্তব্য শেষে আদালত পরবর্তী ধাপ হিসেবে সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী ৮ ডিসেম্বর নির্ধারণ করেন।

উল্লেখ্য, চলতি বছরের ২ নভেম্বর হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২। অভিযোগ গঠনের পর থেকেই মামলাটি গুরুত্বসহকারে অনুসরণ করছে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা।

মামলার অন্যান্য তিন আসামি হলেন—কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। তাদের বিরুদ্ধেও একই মামলা সংশ্লিষ্ট অভিযোগ আনা হয়েছে। মামলা সংশ্লিষ্ট সূত্র বলছে, যুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ এবং ছয় ব্যক্তি হত্যা নিয়ে করা অভিযোগগুলো আদালতে বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে।

প্রসিকিউশন জানিয়েছে, সাক্ষ্যগ্রহণ পর্যায়ে গুরুত্বপূর্ণ সাক্ষী, দলিল, সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপন করে অভিযোগ প্রমাণের চেষ্টা করা হবে। মামলার অগ্রগতি এবং সাক্ষ্যগ্রহণের পরবর্তী কার্যক্রম মূলত ৮ ডিসেম্বরের শুনানিতেই নির্ধারিত হবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত