ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

প্রধান বিচারপতি

'আন্তর্জাতিক সহযোগিতার নতুন যুগে প্রবেশ করেছে বিচার বিভাগ'

২০২৫ নভেম্বর ২৪ ২১:৩১:২১

'আন্তর্জাতিক সহযোগিতার নতুন যুগে প্রবেশ করেছে বিচার বিভাগ'

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিচার বিভাগ এখন কেবল জাতীয় গণ্ডিতে সীমাবদ্ধ নেই, বরং আন্তর্জাতিক সহযোগিতার এক নতুন যুগে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ব্রাজিল, মিশর, ফিলিস্তিন, নেপাল ও থাইল্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব এবং প্রশিক্ষণ কার্যক্রমকে তিনি ‘বিচারিক কূটনীতি’ বা জুডিশিয়াল ডিপ্লোমেসির নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বাংলাদেশ বার কাউন্সিল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘বিশ্বজুড়ে আইন পেশায় দ্রুত পরিবর্তন আসছে। ডিজিটাল রূপান্তর, বৈশ্বিক অর্থনীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার মোকাবিলায় বাংলাদেশের আইনজীবীদেরও প্রস্তুত হতে হবে। প্রচলিত আইনি অনুশীলন এখন আর যথেষ্ট নয়; আধুনিক ও জনবান্ধব বিচার ব্যবস্থা গড়তে প্রযুক্তিগত দক্ষতা ও নৈতিক সক্ষমতা অর্জন অপরিহার্য।’

বক্তৃতায় তিনি গত ১৬ মাসে বিচার বিভাগের সংস্কারের চিত্র তুলে ধরেন। তিনি জানান, সুপ্রিম কোর্ট ও জেলা আদালতগুলোতে হেল্পলাইন চালু, হাইকোর্টে পেপার-ফ্রি বেঞ্চের পাইলট প্রকল্প, অটোমেটেড কজলিস্ট এবং ডিজিটাল অভিযোগ ব্যবস্থাপনা বিচার প্রাপ্তিকে সহজ করেছে।

আইনজীবীদের দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিয়ে প্রধান বিচারপতি বলেন, বাণিজ্য আইন, সাইবার আইন, জলবায়ু ও আন্তর্জাতিক অর্থনৈতিক আইনের মতো বিষয়গুলোতে আইনজীবীদের বিশেষায়িত জ্ঞান অর্জন করতে হবে। তিনি ডিজিটাল বিএলডি প্ল্যাটফর্ম এবং আইনজীবীদের কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) কর্মসূচির প্রশংসা করেন।

অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন এবং সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ