ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

মেডিকেল ও ডেন্টাল ভর্তি: আবেদন কত, আসনপ্রতি লড়বেন কতজন?

২০২৫ নভেম্বর ২২ ২৩:৩৪:০১

মেডিকেল ও ডেন্টাল ভর্তি: আবেদন কত, আসনপ্রতি লড়বেন কতজন?

নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৫২১ জন শিক্ষার্থী ফি পরিশোধ করে সফলভাবে আবেদন চূড়ান্ত করেছেন। সেই হিসাবে সরকারি মেডিকেল ও ডেন্টালের মোট ৫ হাজার ৬৪৫টি আসনের প্রতিটির বিপরীতে লড়বেন প্রায় ২২ জন শিক্ষার্থী।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, শুক্রবার অনলাইনে আবেদনের সময়সীমা শেষ হলেও শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার সুযোগ ছিল। শেষ সময় পর্যন্ত আবেদনকারীর সংখ্যা আরও এক থেকে দেড় হাজার বাড়তে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা।

এবার ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০টি এবং সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ৫৪৫টি আসন রয়েছে। আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে একযোগে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, ইংরেজি এবং সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলী—এই বিষয়গুলোর ওপর প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে এবং পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০। মেধাতালিকা তৈরিতে এসএসসি ও এইচএসসির জিপিএ’র ওপর যথাক্রমে ৪০ ও ৬০ নম্বর বরাদ্দ থাকবে। এছাড়া দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের ৩ নম্বর এবং বর্তমানে সরকারি মেডিকেল বা ডেন্টালে ভর্তি থাকা শিক্ষার্থীদের ৫ নম্বর কেটে মেধা তালিকা তৈরি করা হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত