ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আবেদন শেষ আজ

২০২৫ নভেম্বর ২১ ১২:৪৫:৫৯

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আবেদন শেষ আজ

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সোয়া ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপে ছয় বিভাগে আবেদন গ্রহণ চলছে, এবং এই নিয়োগকে ঘিরে চাকরিপ্রার্থীদের আগ্রহও দেখা যাচ্ছে ব্যাপক। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর পর্যন্ত প্রায় ছয় লাখ প্রার্থী অনলাইনে আবেদন সম্পন্ন করেছেন বলে জানা গেছে।

এদিকে আসন্ন সময়সীমা নিয়ে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে। কারণ সহকারী শিক্ষক পদে অনলাইনে আবেদন করার শেষ সময় হচ্ছে শুক্রবার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই সময়সীমা আর বাড়ানো হবে না সুতরাং নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করতে হবে প্রার্থীদের।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট এই ছয় বিভাগে প্রাথমিক বিদ্যালয়ে শূন্য থাকা মোট ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদের বিপরীতে ৮ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত সফলভাবে আবেদন ও ফি জমা দিয়েছেন প্রায় ৫ লাখ ৭৬ হাজার প্রার্থী।

নির্ধারিত সময় অনুযায়ী, চাকরিপ্রার্থীরা শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এর পর আর আবেদন গ্রহণ করা হবে না বলে নিশ্চিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত