ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

সিএসসি সম্মেলনে যোগ দিতে দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

২০২৫ নভেম্বর ১৮ ২০:৫২:৩৬

সিএসসি সম্মেলনে যোগ দিতে দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ভারতে অনুষ্ঠিতব্য কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে আজ মঙ্গলবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান দিল্লিতে পৌঁছেছেন। সন্ধ্যা সাড়ে ৬টার পর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে ভারতীয় জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা অভ্যর্থনা জানান।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিএসসির সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্মেলন আগামী বৃহস্পতিবার (২০ নভেম্বর) নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে। সকালে সম্মেলনের কার্যক্রম শুরু হবে এবং মধ্যাহ্নভোজের পর সমাপ্তি ঘটবে।

দিনব্যাপী বৈঠক শেষ হওয়ার পর একই দিন বিকেলেই খলিলুর রহমানের দিল্লি থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত