যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এসব লাইসেন্স ‘বেআইনিভাবে’ বিদেশি ড্রাইভারদের দেওয়া হয়েছিল, যাদেরকে তারা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করছে। সংশ্লিষ্ট ড্রাইভারদের জানানো হয়েছে, ৬০ দিনের মধ্যে তাদের লাইসেন্সের মেয়াদ শেষ হবে। এর আগে গত আগস্টে ফ্লোরিডায় এক ট্রাকচালক বৈধ অবস্থান না থাকায় তিনজনকে চাপা দিয়ে হত্যা করার ঘটনা ঘটায়, যা ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে আরও কঠোর করেছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে ক্যালিফোর্নিয়াসহ কয়েকটি অঙ্গরাজ্যকে সমালোচনা করে আসছে, যারা বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানরত ব্যক্তিদেরও ড্রাইভিং লাইসেন্স দিয়েছে। মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, ‘এটা কেবল শুরু। ক্যালিফোর্নিয়ায় সেমি-ট্রাক ও স্কুলবাসের স্টিয়ারিংয়ের পেছনে থাকা প্রতিটি অনিয়মিত অভিবাসীকেও সরিয়ে দেওয়া হবে।’
যদিও নিউজমের কার্যালয় জানিয়েছে, যাদের লাইসেন্স বাতিল হচ্ছে, তাদের সবারই বৈধ ফেডারেল ওয়ার্ক পারমিট ছিল। এছাড়া নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে ওই ১৭ হাজার ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছিল, তাই সেগুলো নতুন নিয়ম ভঙ্গ করে না। ক্যালিফোর্নিয়ায় ১ লাখ ৩০ হাজারের বেশি ট্রাকচালক বসবাস করেন। যুক্তরাষ্ট্রের দুটি বৃহত্তম সমুদ্রবন্দর এবং বৃহত্তম কৃষি উৎপাদনভিত্তিক অঙ্গরাজ্য হওয়ায় ট্রাকচালকের সংখ্যা এখানে অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি।
ডুয়া/নয়ন