ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

রাজধানী ও আশপাশে বাসে অগ্নিকাণ্ড: চালক আহত, বাড়ছে নিরাপত্তার উদ্বেগ

২০২৫ নভেম্বর ১২ ১০:৫৬:৩৮

রাজধানী ও আশপাশে বাসে অগ্নিকাণ্ড: চালক আহত, বাড়ছে নিরাপত্তার উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার সাভার, উত্তরার পাশাপাশি গাজীপুর ও আশপাশের এলাকায় এক রাতেই একাধিক বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন চালক আহত হয়েছেন এবং বেশ কিছু বাস সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাভারের আশুলিয়ায় বুধবার সকালে সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাসে ঘুমিয়ে থাকা চালক আহত হন। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ভোর পৌনে ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে আরেকটি বাসে আগুন লাগে।

রাজধানীর উত্তরায় একই দিনে ভোরে একটি মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, হায়েস মাইক্রোবাসে ইঞ্জিন ওভার হিটের কারণে আগুনের সূত্রপাত হয়।

অন্যদিকে গাজীপুর মহানগরীর বাসন, কাশিমপুর এবং শ্রীপুরে পৃথক স্থানে তিনটি বাসে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে যায়। বাসন থানাধীন ভোগড়া বাইপাসের পাশেপেয়ারা বাগান এলাকায় দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে বুধবার ভোরে আগুন দেওয়া হয়। এছাড়া কালিয়াকৈর নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় আরেকটি বাসে আগুন লেগেছে। এসব ঘটনায় বাসগুলো পুড়ে গেলেও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

গাজীপুর জেলা পুলিশ সুপার ডা. মো. জাবের সাদেক জানিয়েছেন, তারা দ্রুত এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেবেন। একই সঙ্গে ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত