ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

৯ পদে ১০১ জনকে নিয়োগ দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়

২০২৫ নভেম্বর ১০ ২০:২৬:৫৬

৯ পদে ১০১ জনকে নিয়োগ দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (NIPORT) ৯টি ভিন্ন পদে মোট ১০১ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

প্রতিষ্ঠানের নাম: জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (NIPORT)

মন্ত্রণালয়ের নাম: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

বিভাগের নাম: স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ

পদের বিবরণ: (বিস্তারিত পদসমূহ বিজ্ঞপ্তিতে দেখুন)

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: ঢাকা

বয়সসীমা: ১ নভেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্ধারিত ওয়েবসাইটে ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদনের সময় ৩০০x৩০০ পিক্সেল আকারের ছবি এবং ৩০০x৮০ পিক্সেল আকারের স্বাক্ষরের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৪ নং পদের জন্য ১১২ টাকা এবং ৫-৯ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন শুরু: ১০ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তির বিস্তারিত পদসমূহ

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত