ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

হাইকোর্টের নির্দেশে ১৯৩ নন-ক্যাডারকে সহকারী সমাজসেবা অফিসারে নিয়োগ

২০২৫ নভেম্বর ০৬ ২০:৪১:৪৪

হাইকোর্টের নির্দেশে ১৯৩ নন-ক্যাডারকে সহকারী সমাজসেবা অফিসারে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: ৪১তম বিসিএসে উত্তীর্ণ ১৯৩ জন নন-ক্যাডার প্রার্থীকে সহকারী সমাজসেবা অফিসার হিসেবে নিয়োগ দিতে রায় দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ কর্ম কমিশনকে (পিএসসি) রায়ের কপি হাতে পাওয়ার ৬০ দিনের মধ্যে ওই ১৯৩ জন নন-ক্যাডার প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) এ বিষয়ে দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সরোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির (পল্লব)। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, অ্যাডভোকেট নাঈম সরদার, ব্যারিস্টার সোলায়মান তুষার ও অ্যাডভোকেট লোকমান হাকিম।

গত বছরের ১৯ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ৪১তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থী সানজানা কবীর ঈশা, মো. তারেকুর রহমানসহ ১৯০ জনের পক্ষে সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। পরে আরও তিনজন উক্ত রিট মামলায় আবেদনকারী হিসেবে সংযুক্ত হন।

গত বছরের ১৪ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান, কমিশনের সচিব এবং পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রককে আবেদনকারীদের নিয়োগের সুপারিশ করতে ই-মেইলে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে অপেক্ষমাণ প্রার্থীদের নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির পদ 'সহকারী সমাজসেবা অফিসার' পদে সুপারিশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়। কিন্তু লিগ্যাল নোটিশ পাওয়ার পরও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এই রিট করা হয়। গত বছরের ২০ মার্চ হাইকোর্ট ওই রিট মামলার প্রাথমিক শুনানি নিয়ে রুল প্রদান করেন। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ হাইকোর্ট এই রায় প্রদান করেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত