ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

সিরিজে হোয়াইটওয়াশ, উত্তরণের পথ দেখালেন হাবিবুল ও আশরাফুল

২০২৫ নভেম্বর ০২ ১৪:০০:১৯

সিরিজে হোয়াইটওয়াশ, উত্তরণের পথ দেখালেন হাবিবুল ও আশরাফুল

ডুয়া স্পোর্টস নিউজ :বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের টি-২০ সিরিজ হেরে হোয়াইটওয়াশ হয়েছে। টি-২০ বিশ্বকাপের মাত্র তিন মাস আগে দলের ব্যাটিং বিপর্যয় ক্রিকেট সংশ্লিষ্টদের উদ্বেগ সৃষ্টি করেছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এবং মোহাম্মদ আশরাফুল সিরিজের ফলাফল এবং দলের উন্নয়নের উপায় নিয়ে নিজেদের বিশ্লেষণ শেয়ার করেছেন।

হাবিবুল বাশার বলেছেন, ঘরের মাঠে সিরিজ হারার কথা ছিল না, দলের আত্মবিশ্বাস থাকলেও ব্যাটিং একেবারেই ভালো হয়নি। তিনি উল্লেখ করেন, বোলাররা গুরুত্বপূর্ণ সময়ে ভালো বোলিং করেছে, কিন্তু রান না করার কারণে সমস্যার সমাধান হয়নি। একমাত্র ব্যাটারই বলার মতো রান করেছে এবং জুটি গড়া হয়নি। তিনি আশা প্রকাশ করেন, বিশ্বকাপের আগে ব্যাটাররা নিজেদের দুর্বলতা চিহ্নিত করে উন্নতি করবে এবং ভালো প্রস্তুতি নেবে।

মোহাম্মদ আশরাফুলও দলের ব্যাটিং সমস্যাকে সামনে এনেছেন। তিনি বলেন, টপঅর্ডারের মধ্যে মাত্র একজনই রান করতে পেরেছে। শেষ ম্যাচে শেষ ছয় ওভারে সাত উইকেট হাতে থাকার পরও দল মাত্র ৫০ রান করেছে। মিডল অর্ডার ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি, খেলোয়াড়রা চাপে এবং টিম ম্যানেজমেন্টও তা সামলাতে পারছে না। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড আসার পর থেকে ক্রিকেটীয় শটের পরিবর্তে ‘অ্যাবনরমাল’ শট খেলছে ক্রিকেটাররা, যা পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।

আশরাফুল আরও উল্লেখ করেন, বিশ্বকাপে ভালো করতে হলে এখন থেকেই ভালো উইকেটে খেলার অভ্যাস তৈরি করতে হবে। একাদশ নির্বাচনে ভুল সিদ্ধান্ত, যেমন নুরুল হাসান সোহানকে বাদ দেওয়া বা হুট করে রিশাদকে ব্যাটিং অর্ডারে এগিয়ে পাঠানো, দলকে প্রভাবিত করছে। তিনি বলেন, টি-২০তে দলের সব জয়ই সীমিত রানেই এসেছে এবং ভালো উইকেটে খেলে সিঙ্গেল নেওয়া, ছোট শট খেলা শেখা হলে দল অনেক এগোতে পারবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের মুদ্রা বিনিময় হার (২ নভেম্বর)

আজকের মুদ্রা বিনিময় হার (২ নভেম্বর)

ডুয়া ডেস্ক: বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বৈদেশিক মুদ্রার লেনদেনও বাড়ছে। মুদ্রা লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি... বিস্তারিত