ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২
বিজ্ঞাপন বিতর্কে কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্র ও কানাডা নতুন করে বাণিজ্য আলোচনা শুরু করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার একটি রাজনৈতিক বিজ্ঞাপনকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের জেরেই এমন সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে।
শনিবার (১ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য ব্যবহার করে তৈরি ওই বিজ্ঞাপন নিয়ে ক্ষুব্ধ হন ট্রাম্প।
শুক্রবার এক মন্তব্যে ট্রাম্প বলেন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিজ্ঞাপনটির জন্য দুঃখ প্রকাশ করলেও দুই দেশের আলোচনার দরজা আপাতত বন্ধই থাকছে। তিনি বলেন, আমি তাকে (কার্নি) ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি, কিন্তু তারা যা করেছে তা ঠিক হয়নি। বিজ্ঞাপনটি ভুয়া ছিল, তাই তিনি ক্ষমা চেয়েছেন।
এ বিষয়ে কার্নির দপ্তর থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
এর আগে গত সপ্তাহে ট্রাম্প ওই বিজ্ঞাপন ইস্যুতে কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা বাতিল করেন এবং কানাডার পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।
কানাডার অন্টারিও প্রদেশ সরকারের প্রচারিত ওই বিজ্ঞাপনে রোনাল্ড রিগানের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, বিদেশি পণ্যে শুল্ক আরোপ বাণিজ্যযুদ্ধের সৃষ্টি করে এবং কর্মসংস্থান নষ্ট করে। বিজ্ঞাপনটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত হয়। ট্রাম্প বিজ্ঞাপনটিকে ‘ভুয়া’ বলে দাবি করেন।
আল জাজিরা জানায়, অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডের দল রিগানের ভাষণের কিছু অংশ কেটে এক মিনিটের ওই বিজ্ঞাপন তৈরি করে, যদিও ব্যবহৃত প্রতিটি বাক্যই রিগানের মূল বক্তৃতা থেকে নেওয়া।
বিতর্ক বাড়তে থাকলে ডগ ফোর্ড বিজ্ঞাপন প্রচার স্থগিত করেন। তিনি জানান, দুই দেশের সম্পর্ক ও আলোচনার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রী কার্নি বলেছেন, কানাডা এখনো আলোচনায় বসতে প্রস্তুত।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল