ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২
সালমান শাহ হত্যায় সামিরার মা লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা
.jpg) 
                                    নিজস্ব প্রতিবেদক : ঢাকার একটি আদালত চিত্রনায়ক সালমান শাহ হত্যার মামলায় তার স্ত্রী সামিরা হকের মা লতিফা হক লিও ওরফে লুসিকে (৭১) দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন। লুসি মামলার এজহারনামীয় তিন নাম্বার আসামি। মামলার তদন্ত কর্মকর্তা এ আবেদন করলে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই আদেশ দেন। এর আগে ২৭ অক্টোবর মামলায় সালমান শাহের স্ত্রী সামীরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগেও নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়। এভাবে তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হলো।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুতে রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছিল। তবে ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরপর ২১ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় মামলা দায়ের করেন। মামলায় সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে। এদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক আশরাফুল হক ডন, ডেবিড, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু, রেজভি আহমেদ ফরহাদ (১৭) ও অজ্ঞাতনামা অন্যান্যরা।
অভিযোগে বলা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের ঘরে যাওয়ার সময় তার গলায় দড়ির দাগ এবং মুখমণ্ডল ও পায়ে নীল দাগ দেখা যায়। প্রডাকশন ম্যানেজার সেলিম ফোনে জানান, সালমানের কিছু হয়েছে। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও কর্তব্যরত চিকিৎসক জানান, সে অনেক আগেই মারা গেছেন।
সালমানের বাবা কমর উদ্দীন আহমদ চৌধুরীও মৃত্যুর আগে ছেলের মৃত্যু হত্যাসূচক মনে করে ১৯৯৭ সালের ২৪ জুলাই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দরখাস্ত দাখিল করেন। এতে রমনা থানার অপমৃত্যু মামলা হত্যা মামলা হিসেবে গ্রহণ এবং সিআইডির মাধ্যমে তদন্তের নির্দেশ দেওয়া হয়।
বর্তমানে মামলাটি সামিরার পক্ষ থেকে তার মামা মোহাম্মদ আলমগীর পরিচালনা করছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, এজাহারনামীয় ও অজ্ঞাতনামা পলাতক আসামিরা পূর্বপরিকল্পিতভাবে পরস্পরের যোগসাজশে সালমান শাহকে হত্যা করেছেন। তবে কেউ মৃত্যুবরণ করলে প্রমাণ সাপেক্ষে মামলার দায় থেকে অব্যাহতি পাওয়া যাবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
 
                         
                    -300x200.jpg) 
             
            -300x200.jpg) 
             
             
             
             
            -300x200.jpg) 
            -300x200.jpg) 
            -100x66.jpg) 
                    -100x66.jpg) 
                    -100x66.jpg)