ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে থাকতে পারা সম্মানের: ট্রাম্প

২০২৫ অক্টোবর ৩০ ১০:৫৬:৫৮

দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে থাকতে পারা সম্মানের: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে থাকতে পারা সত্যিই এক মহান সম্মান। চীনের প্রেসিডেন্ট শি চিনপিং-এর সঙ্গে বৈঠকের সময় তিনি এমন মন্তব্য করেন।

ট্রাম্প আরও বলেন, “আমরা ইতিমধ্যে অনেক বিষয়ে একমত হয়েছি এবং এখন আরও কিছু বিষয়ে একমত হওয়ার চেষ্টা করব।” শি চিনপিংকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনাকে এখানে পেয়ে আমরা সম্মানিত, ধন্যবাদ।”

সিবিএস নিউজের এক সাংবাদিক যখন ট্রাম্পকে জিজ্ঞেস করেন, কেন তিনি পারমাণবিক পরীক্ষার বিষয়ে নিজের অবস্থান বদলেছেন, ট্রাম্প কিছুক্ষণ নীরব থাকেন এবং পরে বলেন, সবাইকে অনেক ধন্যবাদ।

সাক্ষাতের আগেই ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, তিনি প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছেন, যাতে তারা অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রম অন্যান্য পরমাণু শক্তিধর দেশের সমান ভিত্তিতে পুনরায় শুরু করে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত